ঢাকা ০২:৪১ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচনে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারবে না, সবাই সহযোগিতা করলে শান্তিপূর্ণভাবে হয়ে যাবে: স্বরাষ্ট্র উপদেষ্টা ‘সবাইকেই তো দেখলাম, এবার জামায়াতকে দেখব’,বক্তব্যের অন্তর্নিহিত গোমর ফাঁস করলেন হামিম গোপালগঞ্জে মা-বাবাকে জীবন্ত কবর দেওয়ার চেষ্টা, দুই ছেলে গ্রেফতার আইসিসির রিপোর্টই ভাবতে বাধ্য করেছে, যে ভারতে ঝুঁকি আছে: আসিফ নজরুল বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার মৃত্যু নির্বাচনে ভুয়া তথ্য মোকাবিলায় জাতিসংঘের সহায়তা চাইলেন মুহাম্মদ ইউনূস থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ভেঙে পড়ল ক্রেন, নিহত ২২ জাস্টিস ফর হাদি, ইনশাআল্লাহ : মির্জা ফখরুল আলমগীর টাকা খেয়ে ভোট দিলে নেতা এসে রাস্তা খেয়ে ফেলবে: আখতার হোসেন সুষ্ঠু নির্বাচনে জার্মানির সহায়তা চাইলেন জামায়াত আমির

স্বামীর সঙ্গে নারীর পরকীয়া সন্দেহ, অতঃপর…

আকাশ জাতীয় ডেস্ক: 

গাজীপুরে স্বামীর সঙ্গে অন্য এক নারীর পরকীয়া সম্পর্ক সন্দেহে তাকে ডেকে এনে মারপিট ও চুল কেটে দেয়াসহ নগ্ন ছবি তুলে তা ফেসবুকে ছড়িয়ে দেয়ার হুমকি দেয়ার অভিযোগ উঠেছে এক গৃহবধূর বিরুদ্ধে। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গাজীপুর সিটির সালনার কাথোরা এলাকার নির্যাতিতা ভিকটিম জানান, তিনি নির্যাতনের শিকার হয়ে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ফিরে নিজ বাসায় যেতে পারছেন না। লোক লজ্জা আর নিরাপত্তাহীনতার কারণে বোনের ভাড়া বাসায় আশ্রয় নিয়েছেন। নির্যাতিতার স্বামী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

তিনি আরও জানান, ওই গৃহবধূর স্বামী বাবুলের সঙ্গে পরকীয়ার অভিযোগ তুলে গত ২৫ অক্টোবর বাসায় ফেরার পথে অটোরিকশা থেকে নামিয়ে নিজ ঘরে নিয়ে আট ঘণ্টা আটকে রাখেন। এ সময় তাকে শারীরিক নির্যাতন করে স্থানীয় পরিবহন শ্রমিক নেতা বাবুল হোসেনের স্ত্রী ও তার সহযোগীরা। এক পর্যায়ে মাথার চুল কেটে পরনের কাপড় খুলে মোবাইলে ছবি ও ভিডিও ধারণ করে। এই ঘটনা কাউকে জানালে ফেসবুকে ছবি ছড়িয়ে দেয়া হবে বলে হুমকি দেয়।

ওইদিন বিকালে তাকে ছেড়ে দেয়ার পর স্বজনের সহযোগিতায় হাসপাতালে চিকিৎসা নেয় ওই ভিকটিম।

এ ঘটনায় গাজীপুর মেট্রোপলিটন সদর থানায় বাবুলের স্ত্রী ফাহিমা আক্তারসহ পাঁচজনের নামে মামলা দায়ের করা হয়েছে। তবে আসামিদের পক্ষ থেকে মামলা প্রত্যাহারসহ নানা ধরনের হুমকি দেয়া হচ্ছে বলেও অভিযোগ উঠেছে।

জানা গেছে, ভিকটিমের ভাইয়ের চাকরির জন্য পরিবহন শ্রমিক নেতা বাবুলের সঙ্গে একবছর আগে পরিচয় হয়েছিল নির্যাতিতা ভিকটিমের। এ জন্য তিনি মাঝে মধ্যে বাবুলের অফিসে যেতেন। এতে বাবুলের স্বজনদের ধারণা হয়েছে যে, তাদের মধ্যে পরকীয়ার সম্পর্ক হয়েছে।

ভিকটিম বলেন, বাবুলের সঙ্গে তার অন্য সম্পর্ক ছিল না। সন্দেহের ওপর ভিত্তি করেই তার ওপর নির্যাতন করা হয়েছে।

জিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিবি উত্তর) মো. জাকির হাসান জানান, থানায় অভিযোগ দেয়ার পর এ ঘটনার প্রধান আসামি পরিবহন নেতা বাবুলের স্ত্রী ফাহিমা আক্তার ও তার সহযোগী শাহিদা খাতুনকে গ্রেফতার করা হয়েছে। মামলার অন্য আসামিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশেষায়িত ব্যাংকের খেলাপি নিয়ে উদ্বেগ

স্বামীর সঙ্গে নারীর পরকীয়া সন্দেহ, অতঃপর…

আপডেট সময় ১০:১২:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২০

আকাশ জাতীয় ডেস্ক: 

গাজীপুরে স্বামীর সঙ্গে অন্য এক নারীর পরকীয়া সম্পর্ক সন্দেহে তাকে ডেকে এনে মারপিট ও চুল কেটে দেয়াসহ নগ্ন ছবি তুলে তা ফেসবুকে ছড়িয়ে দেয়ার হুমকি দেয়ার অভিযোগ উঠেছে এক গৃহবধূর বিরুদ্ধে। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গাজীপুর সিটির সালনার কাথোরা এলাকার নির্যাতিতা ভিকটিম জানান, তিনি নির্যাতনের শিকার হয়ে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ফিরে নিজ বাসায় যেতে পারছেন না। লোক লজ্জা আর নিরাপত্তাহীনতার কারণে বোনের ভাড়া বাসায় আশ্রয় নিয়েছেন। নির্যাতিতার স্বামী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

তিনি আরও জানান, ওই গৃহবধূর স্বামী বাবুলের সঙ্গে পরকীয়ার অভিযোগ তুলে গত ২৫ অক্টোবর বাসায় ফেরার পথে অটোরিকশা থেকে নামিয়ে নিজ ঘরে নিয়ে আট ঘণ্টা আটকে রাখেন। এ সময় তাকে শারীরিক নির্যাতন করে স্থানীয় পরিবহন শ্রমিক নেতা বাবুল হোসেনের স্ত্রী ও তার সহযোগীরা। এক পর্যায়ে মাথার চুল কেটে পরনের কাপড় খুলে মোবাইলে ছবি ও ভিডিও ধারণ করে। এই ঘটনা কাউকে জানালে ফেসবুকে ছবি ছড়িয়ে দেয়া হবে বলে হুমকি দেয়।

ওইদিন বিকালে তাকে ছেড়ে দেয়ার পর স্বজনের সহযোগিতায় হাসপাতালে চিকিৎসা নেয় ওই ভিকটিম।

এ ঘটনায় গাজীপুর মেট্রোপলিটন সদর থানায় বাবুলের স্ত্রী ফাহিমা আক্তারসহ পাঁচজনের নামে মামলা দায়ের করা হয়েছে। তবে আসামিদের পক্ষ থেকে মামলা প্রত্যাহারসহ নানা ধরনের হুমকি দেয়া হচ্ছে বলেও অভিযোগ উঠেছে।

জানা গেছে, ভিকটিমের ভাইয়ের চাকরির জন্য পরিবহন শ্রমিক নেতা বাবুলের সঙ্গে একবছর আগে পরিচয় হয়েছিল নির্যাতিতা ভিকটিমের। এ জন্য তিনি মাঝে মধ্যে বাবুলের অফিসে যেতেন। এতে বাবুলের স্বজনদের ধারণা হয়েছে যে, তাদের মধ্যে পরকীয়ার সম্পর্ক হয়েছে।

ভিকটিম বলেন, বাবুলের সঙ্গে তার অন্য সম্পর্ক ছিল না। সন্দেহের ওপর ভিত্তি করেই তার ওপর নির্যাতন করা হয়েছে।

জিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিবি উত্তর) মো. জাকির হাসান জানান, থানায় অভিযোগ দেয়ার পর এ ঘটনার প্রধান আসামি পরিবহন নেতা বাবুলের স্ত্রী ফাহিমা আক্তার ও তার সহযোগী শাহিদা খাতুনকে গ্রেফতার করা হয়েছে। মামলার অন্য আসামিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।