অাকাশ জাতীয় ডেস্ক:
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেনছেন, সীমিত সম্পদের মধ্যেও আমাদের চিকিৎসকরা আন্তরিকতার সঙ্গে সেবা দিয়ে যাচ্ছেন। তরুণ ও প্রবীণ অভিজ্ঞ চিকিৎসকেরা তাদের মেধার পরিচয় দিচ্ছেন। বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মুক্তামনিকে দেখতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, মুক্তামনি এখন অনেক ভালো আছে। সে শিগগিরই পরিবারের সদস্যদের সাথে বাড়ি ফিরে যাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তামনির চিকিৎসার বিষয়ে নিয়মিত খোঁজখবর নিচ্ছেন। এছাড়া তোফা-তহুরার অপারেশনসহ নানা জটিল চিকিৎসায় তারা সফল হয়েছেন।
রাজধানীর চানখাঁরপুলে শেখ হাসিনা ন্যাশনাল বার্ণ ইনস্টিটিউট নির্মাণ কাজ শেষ হলে দেশবাসী আরও ভালো চিকিৎসাসেবা পাবে বলে স্বাস্থ্যমন্ত্রী আশা প্রকাশ করেন। এসময় তিনি গণমাধ্যম কর্মীদের ধন্যবাদ জানিয়ে বলেন, গণমাধ্যম কর্মীদের দায়িত্বশীলতার জন্যই চিকিৎসকরা উৎসাহ পেয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 



















