ঢাকা ১১:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১২ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে সব ধরনের সংগঠনের নির্বাচন বন্ধের নির্দেশ দিয়েছে ইসি এমপি যদি সৎ হন, ঠিকাদারের বাপের সাধ্য নেই চুরি করার: রুমিন ফারহানা ‘ধর্মের নামে ব্যবসা করে যারা নির্বাচনে জিততে চায়, তারা এ দেশে আর কখনো গ্রহণযোগ্যতা পাবে না’:ফারুক পার্থকে ছেড়ে দিলেন বিএনপির প্রার্থী গোলাম নবী গণহত্যার বিচারে ধরনের কম্প্রোমাইজ নয়: প্রসিকিউটর তামিম স্ত্রীর কোনো স্বর্ণ নেই, তাহেরির আছে ৩১ ভরি স্বর্ণ নির্বাচনে ভোট ডাকাতি যেন আর কখনো না ঘটে, সে ব্যবস্থা করতে হবে : প্রধান উপদেষ্টা ইরানে অর্ধশতাধিক মসজিদ-১৮০ অ্যাম্বুলেন্সে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা নির্বাচনে ৩০ আসনে লড়বে এনসিপি: আসিফ মাহমুদ নির্বাচন বানচালে দেশবিরোধী শক্তি অপচেষ্টা ও সহিংসতা চালাচ্ছে : মির্জা আব্বাস

শ্রীলঙ্কাকে সান্ত্বনাও পেতে দিলেন না কোহলি

 

অাকাশ স্পোর্টস ডেস্ক:

ভারতের সফর শেষ হওয়ায় সবচেয়ে বেশি স্বস্তি পেল কারা? ভাবছেন, এত লম্বা সফরে ক্লান্ত ভারত দল? ভুল ভাবছেন, সবচেয়ে স্বস্তি পেয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা। কাঁহাতক আর হার সহ্য করা যায়! টেস্টের ধবল ধোলাই সংক্রমিত হয়েছিল ওয়ানডেতে। সে হারের মহামারিটা টি-টোয়েন্টিতেও থামাতে পারেনি শ্রীলঙ্কা। একমাত্র টি-টোয়েন্টিটাও ৭ উইকেটে জিতে নিয়েছে ভারত।

এ জয় দিয়েই পরিপূর্ণ এক সফর কাটিয়ে গেল ভারত। ৯-০ ব্যবধানে জেতা এক সফরকে পরিপূর্ণ না বলে উপায় আছে! তিন টেস্টের পর পাঁচটি ওয়ানডের জয়েও সন্তুষ্ট হয়নি বিরাট কোহলির দল। আজ কলম্বোতে ৪ বল বাকি রেখে বেশ আয়েশ করেই শ্রীলঙ্কা সফর শেষ করেছে ভারত। আর দলের জয় নিশ্চিত করেছেন কোহলি নিজেই।

১৭০ রান তাড়া করতে নেমে ৪২ রানে দুই উইকেট হারিয়েছিল সফরকারীরা। তবু ভারতীয় ড্রেসিংরুমে কোনো দুশ্চিন্তা ছড়ায়নি। কোহলি আছেন না! কবজির মোচরে অবিশ্বাস্য সব শট খেলে চাপ-টাপ সব আছড়ে ফেলেছেন মাঠে, মাঠের বাইরে। অন্যপ্রান্তে মনীশ পাণ্ডেও (৩৬ বলে ৫১*) দিলেন সর্বোচ্চ সহযোগিতা। তাতেই ম্যাচটা অনায়াসে বের করে নিলেন অধিনায়ক। জয় থেকে ১০ রান দূরে থাকা অবস্থায় আউট হয়েছেন ৮২ রানে। ৫৪ বলের ইনিংসে ছিল ৭ চার ও ১ ছক্কা। এই ইনিংসেই টি-টোয়েন্টিতে রান তাড়া করতে নেমে এক হাজার রান পূর্ণ হয়েছে কোহলির। গড়? সেটা রীতিমতো ‘ব্র্যাডম্যানীয়’-৮৪.৬৬!

কোহলির এমন ইনিংসের আগে দিনের শুরুটা ভালোই ছিল শ্রীলঙ্কার। পাওয়ার প্লেতেই ৬০ রান তুলে বড় সংগ্রহের ইঙ্গিত দিচ্ছিল স্বাগতিক দল। কিন্তু দিলশান মুনাবিরার (২৯ বলে ৫৩) সঙ্গে তাল মিলিয়ে রান তুলতে পারেননি আর কেউ। ফলে অমন ভালো শুরু আর উদানার শেষের ঝড় (১০ বলে ১৯) রানও ১৭০ রানের বেশি এনে দিতে পারেনি শ্রীলঙ্কাকে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১২ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে সব ধরনের সংগঠনের নির্বাচন বন্ধের নির্দেশ দিয়েছে ইসি

শ্রীলঙ্কাকে সান্ত্বনাও পেতে দিলেন না কোহলি

আপডেট সময় ১২:২৩:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০১৭

 

অাকাশ স্পোর্টস ডেস্ক:

ভারতের সফর শেষ হওয়ায় সবচেয়ে বেশি স্বস্তি পেল কারা? ভাবছেন, এত লম্বা সফরে ক্লান্ত ভারত দল? ভুল ভাবছেন, সবচেয়ে স্বস্তি পেয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা। কাঁহাতক আর হার সহ্য করা যায়! টেস্টের ধবল ধোলাই সংক্রমিত হয়েছিল ওয়ানডেতে। সে হারের মহামারিটা টি-টোয়েন্টিতেও থামাতে পারেনি শ্রীলঙ্কা। একমাত্র টি-টোয়েন্টিটাও ৭ উইকেটে জিতে নিয়েছে ভারত।

এ জয় দিয়েই পরিপূর্ণ এক সফর কাটিয়ে গেল ভারত। ৯-০ ব্যবধানে জেতা এক সফরকে পরিপূর্ণ না বলে উপায় আছে! তিন টেস্টের পর পাঁচটি ওয়ানডের জয়েও সন্তুষ্ট হয়নি বিরাট কোহলির দল। আজ কলম্বোতে ৪ বল বাকি রেখে বেশ আয়েশ করেই শ্রীলঙ্কা সফর শেষ করেছে ভারত। আর দলের জয় নিশ্চিত করেছেন কোহলি নিজেই।

১৭০ রান তাড়া করতে নেমে ৪২ রানে দুই উইকেট হারিয়েছিল সফরকারীরা। তবু ভারতীয় ড্রেসিংরুমে কোনো দুশ্চিন্তা ছড়ায়নি। কোহলি আছেন না! কবজির মোচরে অবিশ্বাস্য সব শট খেলে চাপ-টাপ সব আছড়ে ফেলেছেন মাঠে, মাঠের বাইরে। অন্যপ্রান্তে মনীশ পাণ্ডেও (৩৬ বলে ৫১*) দিলেন সর্বোচ্চ সহযোগিতা। তাতেই ম্যাচটা অনায়াসে বের করে নিলেন অধিনায়ক। জয় থেকে ১০ রান দূরে থাকা অবস্থায় আউট হয়েছেন ৮২ রানে। ৫৪ বলের ইনিংসে ছিল ৭ চার ও ১ ছক্কা। এই ইনিংসেই টি-টোয়েন্টিতে রান তাড়া করতে নেমে এক হাজার রান পূর্ণ হয়েছে কোহলির। গড়? সেটা রীতিমতো ‘ব্র্যাডম্যানীয়’-৮৪.৬৬!

কোহলির এমন ইনিংসের আগে দিনের শুরুটা ভালোই ছিল শ্রীলঙ্কার। পাওয়ার প্লেতেই ৬০ রান তুলে বড় সংগ্রহের ইঙ্গিত দিচ্ছিল স্বাগতিক দল। কিন্তু দিলশান মুনাবিরার (২৯ বলে ৫৩) সঙ্গে তাল মিলিয়ে রান তুলতে পারেননি আর কেউ। ফলে অমন ভালো শুরু আর উদানার শেষের ঝড় (১০ বলে ১৯) রানও ১৭০ রানের বেশি এনে দিতে পারেনি শ্রীলঙ্কাকে।