আকাশ জাতীয় ডেস্ক:
‘আমার আছে সোনার মানুষ আর সোনার মাটি’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই বক্তব্যকে স্মৃতিচারণ করে স্থানীয় এমপি স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, আমাদের সন্তানদেরকে প্রযুক্তি নির্ভর করতে হবে। প্রযুক্তি নির্ভর শিক্ষায় বাস্তব উন্নয়নে সহায়ক হবে। তারাই গড়বে ২০৪১ সালের সোনার বাংলাদেশ। বৈদেশিক মুদ্রা অর্জনে আইটি পার্ক একটি বড় খাত।
বৃহস্পতিবার দুপুরে সংসদ ভবনস্থ সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পীরগঞ্জ অডিটোরিয়াম হলে পীরগঞ্জে শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত তিনি বলেন, পীরগঞ্জের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে শেখ রাসেল ডিজিটাল ল্যাবের আওতায় আনা হবে। যাতে শিক্ষার্থীরা কর্মময় জীবনে সফলতা অর্জন করতে পারে।
এর আগে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী প্রয়াত বিশিষ্ট পরমানু বিজ্ঞানী ড. এমএ ওয়াজেদ মিয়ার কবর জেয়ারত করেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক আসিব আহসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার স্থাপন প্রকল্পের পরিচালক মোস্তফা কামাল, রংপুর বিভাগীয় কমিশনার আব্দুল ওয়াহাব ভুঞা, পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার, জেলা আ’লীগ সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, সম্পাদক অ্যাড. রেজাউল করিম, পীরগঞ্জ পৌর মেয়র তাজিমুল ইসলাম শামীম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাড. আজিজুল ইসলাম রাঙ্গা প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দেশের ৮টি স্থানে ৬ তলা বিশিষ্ট শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার স্থাপন প্রকল্প হচ্ছে। এর মধ্যে পীরগঞ্জেও ১টি নির্মাণের লক্ষ্যে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হল।
আকাশ নিউজ ডেস্ক 



















