আকাশ জাতীয় ডেস্ক:
কুষ্টিয়ার তিন থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রদবদল করা হয়েছে। রবিবার দুপুর ১২টায় কুষ্টিয়ার পুলিশ সুপার তানভীর আরাফাত এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, করোনায় আক্রান্ত হয়ে গত ২৬ আগস্ট দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমানের মৃত্যু হয়। এরপর থেকে দৌলতপুর থানায় পদটি ফাঁকা ছিল। ১২ সেপ্টেম্বর রাতে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলামকে দৌলতপুর থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।
একই সঙ্গে কুষ্টিয়া মডেল থানার ওসি গোলাম মোস্তফাকে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে পদায়ন করা হয়েছে। আর পিরোজপুর জেলার স্বরূপকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদারকে কুষ্টিয়া সদর মডেল থানার ওসি করা হয়েছে। ইতোমধ্যে তিনি যোগদান করেছেন।
আকাশ নিউজ ডেস্ক 



















