অাকাশ স্পোর্টস ডেস্ক:
অস্ট্রেলিয়ার ইনিংসে প্রথম আঘাত হেনেছেন কাটারখ্যাত মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজের বলে উইকেটের পেছনে দুর্দান্ত ক্যাচ ধরেন অধিনায়ক মুশফিকুর রহিম। দলীয় ৫ রানেই থমাস রেইনশোর উইকেট হারায় অসিরা। এর মাধ্যমে চলমান সিরিজে প্রথমবারের মতো উইকেটের দেখা পেলেন মুস্তাফিজ।
এর আগে চট্টগ্রামে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে ৩০৫ রান করেছে বাংলাদেশ। আগের দিনের ৬ উইকেটে ২৫৩ রান নিয়ে খেলা শুরু করে মঙ্গলবার বাকি চার উইকেট হারিয়ে আর ৫২ রান যোগ করতে সক্ষম হয় টাইগাররা।
বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে মুশফিকুর রহিম (৬৮), সাব্বির রহমান ৬৬ ও নাসির হোসেন ৪৫ রান করেছেন। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে শুধু মেহেদি হাসান মিরাজ রান আউট হয়েছেন। বাকি ৯টি উইকেটই নিয়েছেন অসি স্পিনাররা। যার মধ্যে নাথান লিয়ন ৯৪ রান খরচায় একাই তুলে নেন ৭ উইকেট।
আকাশ নিউজ ডেস্ক 






















