ঢাকা ১০:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আইএসের গাড়িবহর থামাতে বিমান হামলা

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

বুধবারে আইএস যোদ্ধাদের বহনকারী একটি গাড়িবহরকে থামিয়ে দিয়েছে মার্কিন বাহিনী। মার্কিন বিমান বাহিনী গাড়িবহরটির ওপর বিমান হামলা চালায়। আইএসের বহরটির সঙ্গে সাক্ষাৎ করতে এগিয়ে আসা জঙ্গিগোষ্ঠীটির অন্যান্য সদস্যদের ওপর যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমানগুলো হামলা চালিয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট বাহিনীর এক মুখপাত্র।

ওই গাড়িবহরটি লেবানন-সিরিয়া সীমান্তের একটি ছিটমহল থেকে রওনা হয়ে পূর্ব সিরিয়ায় আইএসের নিয়ন্ত্রণে থাকা এলাকার দিকে অগ্রসর হচ্ছিল। কিন্তু সম্প্রতি সেখান থেকে জঙ্গিদের হটিয়ে দিতে লেবাননের দিক থেকে লেবাননের সেনাবাহিনী এবং সিরিয়ার দিক থেকে সিরীয় সেনাবাহিনী ও লেবাননি হিজবুল্লাহ গেরিলারা একযোগে অভিযান শুরু করে।

উভয়পক্ষের অভিযানের মাঝে আটকা পড়া আইএসের যোদ্ধারা অস্ত্রবিরতি মেনে নিয়ে ছিটমহলটি ত্যাগ করতে রাজি হয়। ছিটমহল ত্যাগ করে তাদের পূর্ব সিরিয়ার নিজেদের নিয়ন্ত্রিত এলাকায় চলে যাওয়ার ব্যবস্থা করে দেয় হিজবুল্লাহ গোষ্ঠী ও সিরীয় সেনাবাহিনী।

হিজবুল্লাহর দেওয়া তথ্যানুযায়ী, আইএসের ওই বহরটিতে ৩০৮ জন জঙ্গি ও ৩৩১ জন বেসামরিক রয়েছে। যুক্তরাষ্ট্রের বাহিনীর অবরোধের মুখে তারা এখন পুরোপুরি আটকা পড়ে আছে। আইএস নিয়ন্ত্রিত এলাকার দিকে তারা আর এগিয়ে যেতে পারছে না। আটকা পড়ে আছে বলে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন জোট বাহিনীর মুখপাত্র রায়ান ডিলন।

সিরিয়া ও ইরাক, উভয় জায়গায় শক্তি হারিয়ে দুর্বল হয়ে পড়েছে আইএস। দুটি দেশেই তাদের দখলে থাকা বিশাল এলাকাসহ গুরুত্বপূর্ণ শহর ও নগরগুলো হাতছাড়া হয়ে গেছে। ছয় বছর আগে সিরিয়ার গৃহযুদ্ধের শুরুর দিকের বিশৃঙ্খলার সুযোগ নিয়ে বিশাল এলাকা দখল করে নিয়েছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পোস্টাল ভোটে অনিয়ম করলে প্রবাসীদের দেশে ফেরত আনার হুঁশিয়ারি ইসির

আইএসের গাড়িবহর থামাতে বিমান হামলা

আপডেট সময় ০৬:০১:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অগাস্ট ২০১৭

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

বুধবারে আইএস যোদ্ধাদের বহনকারী একটি গাড়িবহরকে থামিয়ে দিয়েছে মার্কিন বাহিনী। মার্কিন বিমান বাহিনী গাড়িবহরটির ওপর বিমান হামলা চালায়। আইএসের বহরটির সঙ্গে সাক্ষাৎ করতে এগিয়ে আসা জঙ্গিগোষ্ঠীটির অন্যান্য সদস্যদের ওপর যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমানগুলো হামলা চালিয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট বাহিনীর এক মুখপাত্র।

ওই গাড়িবহরটি লেবানন-সিরিয়া সীমান্তের একটি ছিটমহল থেকে রওনা হয়ে পূর্ব সিরিয়ায় আইএসের নিয়ন্ত্রণে থাকা এলাকার দিকে অগ্রসর হচ্ছিল। কিন্তু সম্প্রতি সেখান থেকে জঙ্গিদের হটিয়ে দিতে লেবাননের দিক থেকে লেবাননের সেনাবাহিনী এবং সিরিয়ার দিক থেকে সিরীয় সেনাবাহিনী ও লেবাননি হিজবুল্লাহ গেরিলারা একযোগে অভিযান শুরু করে।

উভয়পক্ষের অভিযানের মাঝে আটকা পড়া আইএসের যোদ্ধারা অস্ত্রবিরতি মেনে নিয়ে ছিটমহলটি ত্যাগ করতে রাজি হয়। ছিটমহল ত্যাগ করে তাদের পূর্ব সিরিয়ার নিজেদের নিয়ন্ত্রিত এলাকায় চলে যাওয়ার ব্যবস্থা করে দেয় হিজবুল্লাহ গোষ্ঠী ও সিরীয় সেনাবাহিনী।

হিজবুল্লাহর দেওয়া তথ্যানুযায়ী, আইএসের ওই বহরটিতে ৩০৮ জন জঙ্গি ও ৩৩১ জন বেসামরিক রয়েছে। যুক্তরাষ্ট্রের বাহিনীর অবরোধের মুখে তারা এখন পুরোপুরি আটকা পড়ে আছে। আইএস নিয়ন্ত্রিত এলাকার দিকে তারা আর এগিয়ে যেতে পারছে না। আটকা পড়ে আছে বলে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন জোট বাহিনীর মুখপাত্র রায়ান ডিলন।

সিরিয়া ও ইরাক, উভয় জায়গায় শক্তি হারিয়ে দুর্বল হয়ে পড়েছে আইএস। দুটি দেশেই তাদের দখলে থাকা বিশাল এলাকাসহ গুরুত্বপূর্ণ শহর ও নগরগুলো হাতছাড়া হয়ে গেছে। ছয় বছর আগে সিরিয়ার গৃহযুদ্ধের শুরুর দিকের বিশৃঙ্খলার সুযোগ নিয়ে বিশাল এলাকা দখল করে নিয়েছিল।