ঢাকা ০২:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘ভারতের চাপে আইসিসি কোনো অযৌক্তিক শর্ত চাপিয়ে দিলে মানবো না’:আসিফ নজরুল পদ্মা সেতুর দায় পরিশোধ করতে গিয়ে চালের দাম ২০ টাকা বেড়েছে: শেখ বশির উদ্দীন ক্ষমতায় গেলে দলীয় গণ্ডি পেরিয়ে যোগ্যদের মন্ত্রী বানাবে জামায়াত: তাহের চানখারপুলে ৬ হত্যা মামলার রায় ঘোষণা পিছিয়ে ২৬ জানুয়ারি তেহরান যদি আক্রমণ করে,‘এমন শক্তি দিয়ে হামলা চালাবো, যা সে কখনও চোখে দেখেনি’:নেতানিয়াহু উত্তর কোরিয়ার উপ-প্রধানমন্ত্রীকে বরখাস্ত করলেন কিম জং উন ঋণের অর্থ ছাড়াই শক্তিশালী রিজার্ভের পথে বাংলাদেশ: গভর্নর উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল অনেক ঘরবাড়ি গণতন্ত্রের স্বার্থে ভোট শতভাগ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে : জামায়াত আমির হাদি হত্যার বিচারে সরকার অঙ্গীকারবদ্ধ : ফরিদা আখতার

বাংলাদেশ ও ভারতের মধ্যে কোনো পার্থক্য নেই: তপু বর্মন

আকাশ স্পোর্টস ডেস্ক: 

করোনা ভাইরাসের বিরতির পর আগামী অক্টোবর মাসে আবার মাঠে ফিরবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ২০২২ কাতার বিশ্বকাপ ও ২০২৩ সালের এশিয়ান কাপের বাছাইপর্বের ম্যাচ খেলতে হবে বাংলাদেশেকে। জাতীয় দলের ডিফেন্ডার তপু বর্মন মনে করেন আফগানিস্তান ও ভারতের বিপক্ষে ভালো খেলার আত্মবিশ্বাসটাই তাদের মূল শক্তি।

আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ নিয়ে তপু বলেন, ‘আফগানিস্তানের সঙ্গে ভালো খেলেও হেরে গিয়েছিলাম। কিন্তু দলগতভাবে তুলনা করলে আমরা তাদের চেয়ে এগিয়ে থাকব। আমরা দেশের বাইরের ম্যাচগুলোতে ভালো খেলেছি। তাই আশা করছি, হোম ম্যাচেও ভালো করবো। ইতিবাচক ফলাফল আশা করছি।’

অন্য দিকে ভারতের বিপক্ষে বেশ ভালো লড়াই করেছিল লাল-সবুজের দলটি। তবে এই দুই দলের মধ্যে কোনো পার্থক্য দেখেন না এই ডিফেন্ডার।

তিনি বলেন, ‘ বাংলাদেশ ও ভারত সমান সমান। ম্যাচটিও হবে ফিফটি ফিফটি। তবে আমাদের মাঠে খেলা বলেই হোম সুবিধা পাব। আমরা ভারতের বিপক্ষে তাদের মাঠে জয়ের খুব কাছাকাছি গিয়েও দুর্ভাগ্যবশত ড্র করেছি। প্রতিপক্ষের মাঠে ভালো খেলাটা ঘরের মাঠে আমাদের জন্য ইতিবাচক প্রভাব পড়বে।’

দীর্ঘদিন ফুটবল থেকে দূরে থাকলেও নিজেদের প্রস্তুত করার জন্য যথেষ্ট সময় পাবেন বলে মনে করেন তপু বর্মন।

তপু বলেন, ‘আমরা তিন মাসেরও বেশি সময় ধরে প্রশিক্ষণের বাইরে আছি। আশা করছি, অগাস্ট মাসে আমাদের ক্যাম্প শুরু হবে এবং আমরা তৈরি হবার জন্য যথেষ্ট সময় পাব। হোম ম্যাচ হওয়ার কারণে আমরা কিছু অতিরিক্ত সুবিধা পাব।’

আগামী ৮ অক্টোবর বিশ্বকাপ বাছাইপর্বে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফিরবে বাংলাদেশ। ম্যাচগুলো সিলেটে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নাইজেরিয়ায় গির্জায় হামলা চালিয়ে ১৬৩ জনকে অপহরণ

বাংলাদেশ ও ভারতের মধ্যে কোনো পার্থক্য নেই: তপু বর্মন

আপডেট সময় ০৯:২৫:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২০

আকাশ স্পোর্টস ডেস্ক: 

করোনা ভাইরাসের বিরতির পর আগামী অক্টোবর মাসে আবার মাঠে ফিরবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ২০২২ কাতার বিশ্বকাপ ও ২০২৩ সালের এশিয়ান কাপের বাছাইপর্বের ম্যাচ খেলতে হবে বাংলাদেশেকে। জাতীয় দলের ডিফেন্ডার তপু বর্মন মনে করেন আফগানিস্তান ও ভারতের বিপক্ষে ভালো খেলার আত্মবিশ্বাসটাই তাদের মূল শক্তি।

আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ নিয়ে তপু বলেন, ‘আফগানিস্তানের সঙ্গে ভালো খেলেও হেরে গিয়েছিলাম। কিন্তু দলগতভাবে তুলনা করলে আমরা তাদের চেয়ে এগিয়ে থাকব। আমরা দেশের বাইরের ম্যাচগুলোতে ভালো খেলেছি। তাই আশা করছি, হোম ম্যাচেও ভালো করবো। ইতিবাচক ফলাফল আশা করছি।’

অন্য দিকে ভারতের বিপক্ষে বেশ ভালো লড়াই করেছিল লাল-সবুজের দলটি। তবে এই দুই দলের মধ্যে কোনো পার্থক্য দেখেন না এই ডিফেন্ডার।

তিনি বলেন, ‘ বাংলাদেশ ও ভারত সমান সমান। ম্যাচটিও হবে ফিফটি ফিফটি। তবে আমাদের মাঠে খেলা বলেই হোম সুবিধা পাব। আমরা ভারতের বিপক্ষে তাদের মাঠে জয়ের খুব কাছাকাছি গিয়েও দুর্ভাগ্যবশত ড্র করেছি। প্রতিপক্ষের মাঠে ভালো খেলাটা ঘরের মাঠে আমাদের জন্য ইতিবাচক প্রভাব পড়বে।’

দীর্ঘদিন ফুটবল থেকে দূরে থাকলেও নিজেদের প্রস্তুত করার জন্য যথেষ্ট সময় পাবেন বলে মনে করেন তপু বর্মন।

তপু বলেন, ‘আমরা তিন মাসেরও বেশি সময় ধরে প্রশিক্ষণের বাইরে আছি। আশা করছি, অগাস্ট মাসে আমাদের ক্যাম্প শুরু হবে এবং আমরা তৈরি হবার জন্য যথেষ্ট সময় পাব। হোম ম্যাচ হওয়ার কারণে আমরা কিছু অতিরিক্ত সুবিধা পাব।’

আগামী ৮ অক্টোবর বিশ্বকাপ বাছাইপর্বে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফিরবে বাংলাদেশ। ম্যাচগুলো সিলেটে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।