ঢাকা ০৩:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গানে আছেন নাটকে নেই

অাকাশ বিনোদন ডেস্ক:

এবার ঈদে নতুন একক অ্যালবাম নিয়ে শ্রোতাদের সামনে হাজির হচ্ছেন জনপ্রিয় সংগীতশিল্পী-অভিনেতা তাহসান। এটা তাহসানের গানের ভক্তদের জন্য নিঃসন্দেহে সুখবর। তবে তার অভিনয়ের ভক্তদের জন্য খানিকটা কষ্টের খবর হলো এবার কোনো নাটকেই দেখা যাবে না এ জনপ্রিয় তারকাকে।

নতুন অ্যালবামের গানের কাজের জন্য কোনো নতুন নাটকে অভিনয় করা হয়নি তার। প্রায় দুই ডজন ঈদের নাটকের প্রস্তাব ছিল তাহসানের কাছে। কিন্তু তার সবই সম্মানের সঙ্গে ফিরিয়ে দিয়েছেন। আর গত কয়েক বছরের মধ্যে তাই এবারই প্রথম ঈদের মতো বড় উৎসবে দর্শক দেখতে পারবেন না এ তারকার নাটক কিংবা টেলিছবি। তবে চ্যানেল আইতে ঈদের বিশেষ অনুষ্ঠানমালায় প্রিমিয়ার হবে তাহসান অভিনীত ‘টু বি কনটিনিউ’ ছবিটি। এ ছবির কাজ অনেক আগেই শেষ করেছিলেন তিনি। এখানে তার নায়িকা পূর্ণিমা।

তাহসান বলেন, আসলে অনেক দিন পর পূর্ণ একক অ্যালবাম করেছি। সময় নিয়ে এর কাজ করতে চেয়েছি। তাই আগে থেকেই ঠিক করেছিলাম এবার নাটক কিংবা টেলিছবি করবো না। কারণ আমি যেটা করি সেটায় শতভাগ দেয়ার চেষ্টা করি। এবারও গানের ক্ষেত্রে তাই হয়েছে।

এদিকে পহেলা সেপ্টেম্বর প্রকাশ পাবে তাহসানের নতুন একক অ্যালবাম ‘অভিমান আমার’। এখানে গান রয়েছে সাতটি। এর মধ্যে ছয়টি গানের কথা লিখেছেন তাহসান নিজে। একটি লিখেছেন ফাজবীর তাজ। পাঁচটি গানের সুর ও সংগীত করেছেন তাহসান। আর দুটি গানের সুর ও সংগীত করেছেন সাজিদ সরকার। এ অ্যালবামটি জিপি মিউজিকে প্রকাশ পাচ্ছে সিডি চয়েজের ব্যানারে।

তাহসান বলেন, এ অ্যালবাম নিয়ে আমি অনেক পরিশ্রম করেছি। নিজের মনের কিছু কথা দিয়ে অ্যালবামটি সাজিয়েছি। অনেক সময় নিয়েছি এর জন্য। মূলত এ অ্যালবামের জন্য নাটকে অভিনয় করিনি। আমার বিশ্বাস ‘অভিমান আমার’-এর গানগুলো ভালো লাগবে শ্রোতাদের।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গানে আছেন নাটকে নেই

আপডেট সময় ০১:০০:০৬ পূর্বাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০১৭

অাকাশ বিনোদন ডেস্ক:

এবার ঈদে নতুন একক অ্যালবাম নিয়ে শ্রোতাদের সামনে হাজির হচ্ছেন জনপ্রিয় সংগীতশিল্পী-অভিনেতা তাহসান। এটা তাহসানের গানের ভক্তদের জন্য নিঃসন্দেহে সুখবর। তবে তার অভিনয়ের ভক্তদের জন্য খানিকটা কষ্টের খবর হলো এবার কোনো নাটকেই দেখা যাবে না এ জনপ্রিয় তারকাকে।

নতুন অ্যালবামের গানের কাজের জন্য কোনো নতুন নাটকে অভিনয় করা হয়নি তার। প্রায় দুই ডজন ঈদের নাটকের প্রস্তাব ছিল তাহসানের কাছে। কিন্তু তার সবই সম্মানের সঙ্গে ফিরিয়ে দিয়েছেন। আর গত কয়েক বছরের মধ্যে তাই এবারই প্রথম ঈদের মতো বড় উৎসবে দর্শক দেখতে পারবেন না এ তারকার নাটক কিংবা টেলিছবি। তবে চ্যানেল আইতে ঈদের বিশেষ অনুষ্ঠানমালায় প্রিমিয়ার হবে তাহসান অভিনীত ‘টু বি কনটিনিউ’ ছবিটি। এ ছবির কাজ অনেক আগেই শেষ করেছিলেন তিনি। এখানে তার নায়িকা পূর্ণিমা।

তাহসান বলেন, আসলে অনেক দিন পর পূর্ণ একক অ্যালবাম করেছি। সময় নিয়ে এর কাজ করতে চেয়েছি। তাই আগে থেকেই ঠিক করেছিলাম এবার নাটক কিংবা টেলিছবি করবো না। কারণ আমি যেটা করি সেটায় শতভাগ দেয়ার চেষ্টা করি। এবারও গানের ক্ষেত্রে তাই হয়েছে।

এদিকে পহেলা সেপ্টেম্বর প্রকাশ পাবে তাহসানের নতুন একক অ্যালবাম ‘অভিমান আমার’। এখানে গান রয়েছে সাতটি। এর মধ্যে ছয়টি গানের কথা লিখেছেন তাহসান নিজে। একটি লিখেছেন ফাজবীর তাজ। পাঁচটি গানের সুর ও সংগীত করেছেন তাহসান। আর দুটি গানের সুর ও সংগীত করেছেন সাজিদ সরকার। এ অ্যালবামটি জিপি মিউজিকে প্রকাশ পাচ্ছে সিডি চয়েজের ব্যানারে।

তাহসান বলেন, এ অ্যালবাম নিয়ে আমি অনেক পরিশ্রম করেছি। নিজের মনের কিছু কথা দিয়ে অ্যালবামটি সাজিয়েছি। অনেক সময় নিয়েছি এর জন্য। মূলত এ অ্যালবামের জন্য নাটকে অভিনয় করিনি। আমার বিশ্বাস ‘অভিমান আমার’-এর গানগুলো ভালো লাগবে শ্রোতাদের।