আকাশ স্পোর্টস ডেস্ক:
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে মোহাম্মদ সাইফউদ্দিনের ক্যারিয়ারের উত্থানটা দেখে যেতে পারেননি তার বাবা। দেখে যেতে পারলে ছেলের কৃতিত্বে হয়তো গর্ব করতেন। আজ ১২তম মৃত্যুবার্ষিকী সাইফউদ্দিনের বাবার।
বাবার শেষ স্মৃতি নিয়ে বেঁচে থাকা টাইগারদের এ বোলিং অলরাউন্ডার তার বাবাকে জান্নাতবাসী করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে সবার থেকে দোয়া চেয়েছেন।
শুক্রবার (১৯ জুন) নিজের অফিসিয়াল ফেসবুক পেজে বাবার ছবি হাতে পোস্ট করা এক ছবির ক্যাপশনে সাইফউদ্দিন লেখেন, ‘আজকে আমার বাবার ১২তম মৃত্যুবার্ষিকী। শেষ স্মৃতি বলতে এই ছবিটা ছাড়া আর তেমন কিছুই নেই। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন।’
আকাশ নিউজ ডেস্ক 























