আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
পবিত্র মক্কা শহর ব্যাতিত অন্যান্য স্থানের লকডাউন সংক্রান্ত বিধিনিষেধ বাতিলের ঘোষণা দিয়েছে সৌদি আরব। মঙ্গলবার সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, যেসব অঞ্চলে কারফিউ ছিল ৩১ মে থেকে শিথিল হবে। খবর আরব নিউজ’র।
কারফিউ শিথিল হলে ২৪ ঘণ্টার লকডাউন আগের মতো কড়াকড়ি থাকবে না। তবে মক্কা আগের মতোই ২৪ ঘণ্টার লকডাউনে থাকবে।
২১ জুন থেকে সৌদি আরব ‘পুরোপুরি স্বাভাবিক’ অবস্থায় ফেরার পরিকল্পনা করছে। পরিস্থিতি অনুকূলে থাকলে ওই দিন থেকে মক্কার মসজিদে নামাজের অনুমতি মিলবে। পুরোপুরি বাতিল হবে কারফিউ।
সৌদি আরবে এখন পর্যন্ত ৭৪ হাজার ৭৯৫ জন নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ৩৯৯ জন মারা গেলেও সুস্থ হয়েছেন ৪৫ হাজার ৬৬৮ জন। এর মধ্যে সোমবার আক্রান্ত হয়েছেন ২ হাজার ২৩৫ জন।
আকাশ নিউজ ডেস্ক 



















