আকাশ জাতীয় ডেস্ক:
বাংলাদেশে অবস্থানরত ৩৫০ জন কানাডার নাগরিক ঢাকা ছেড়েছেন।
সোমবার (১৮ মে) কাতার এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন তারা। ঢাকার কানাডিয়ান হাইকমিশন এ তথ্য জানিয়েছে।
ঢাকার কানাডিয়ান হাই কমিশন জানায়, কাতার এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইটে ৩৫০ জন কানাডার নাগরিক হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে গেছেন। ফ্লাইটটি দোহা হয়ে টরেন্টো পৌঁছাবে।
এর আগে আরও তিন দফায় কানাডার নাগরিকরা বিশেষ ফ্লাইটে ঢাকা ছেড়েছেন। সোমবার চতুর্থ ও শেষ দফায় ঢাকা ছাড়লেন ৩৫০ নাগরিক। এ নিয়ে ঢাকা থেকে কানাডায় গেলেন এক হাজার ১১০ জন নাগরিক।
আকাশ নিউজ ডেস্ক 

























