ঢাকা ০১:৩২ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার মৃত্যু নির্বাচনে ভুয়া তথ্য মোকাবিলায় জাতিসংঘের সহায়তা চাইলেন মুহাম্মদ ইউনূস থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ভেঙে পড়ল ক্রেন, নিহত ২২ জাস্টিস ফর হাদি, ইনশাআল্লাহ : মির্জা ফখরুল আলমগীর টাকা খেয়ে ভোট দিলে নেতা এসে রাস্তা খেয়ে ফেলবে: আখতার হোসেন সুষ্ঠু নির্বাচনে জার্মানির সহায়তা চাইলেন জামায়াত আমির জাতীয় পতাকা হাতে প্যারাস্যুট জাম্প, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশ বরেণ্য লোকসংগীতশিল্পী ও মুক্তিযুদ্ধের কণ্ঠযোদ্ধা মলয় কুমার মারা গেছেন ভবিষ্যৎ অর্থনীতির শক্ত ভিত্তি গড়ার দায়িত্ব সরকারের : আশিক মাহমুদ গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে বিএনপি : নজরুল ইসলাম খান

রূপালীর সঙ্গে এক সন্ধ্যায়

অাকাশ বিনোদন ডেস্ক:

শুটিংবাড়ির নিচতলাটা সুনসান। সিঁড়ি ভেঙে দোতলায় উঠতেই চোখে পড়ল একটি বাসরঘর সাজানো। বর-কনে তো দূরের কথা, সেখানে কেউই নেই। ছাদ থেকে আলো আসছে। আলোর পথ ধরে সামনে এগিয়ে দেখা মিলল পুরো শুটিং ইউনিটের। গত রোববার সন্ধ্যার খানিক পরে রাজধানীর উত্তরার ৩ নম্বর সেক্টরের ৩ নম্বর রোডের শুটিংবাড়িতে ঢুকতেই এমন দৃশ্যের মুখোমুখি হতে হলো।

ছাদের এক পাশে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন অভিনেত্রী পূর্ণিমা ও দীপা খন্দকার। চটপটে পূর্ণিমা খুব গম্ভীর হয়ে কথাবার্তা বলছেন দীপা খন্দকারের সঙ্গে। কথাবার্তা শেষ হতেই মনিটরের পেছনে বসা পরিচালক সাখাওয়াত মানিক ‘কাট’ বলে দৃশ্য শেষ করলেন। পাশে বসে ছিলেন নাট্যকার শফিকুর রহমান শান্তনু।

পরিচালক ও নাট্যকার মিলেই জানালেন রূপালী নামে সাত পর্বের নাটকটির গল্প। নাটকটির নাম–ভূমিকায় অভিনয় করছেন পূর্ণিমা। মেয়েটি সবকিছুতেই ইতিবাচক চিন্তা করে। উচ্ছল এই মেয়েটির একসময় বিয়ে হয়। শ্বশুরবাড়িতে থাকে। তার এই ইতিবাচক চিন্তাই একসময় নানা ধরনের সমস্যার সৃষ্টি করে সেখানে। শেষ পর্যন্ত আসলে কী ঘটে, তা বলতে চাইলেন না পরিচালক। নাট্যকারও মাথা নাড়লেন। টিভিতে দেখুক না দর্শক।

পরের দৃশ্যের শুটিং হবে একটি রুমে। রূপালী মানে পূর্ণিমা এসেছেন মনোরোগ চিকিৎসকের কাছে। নিজের ভেতরে জমানো কষ্টের কথাগুলো বলে কেঁদে ফেললেন। দৃশ্য শেষ।

নাটকটিতে পূর্ণিমার সঙ্গে অভিনয় করছেন এফ এস নাঈম। এক ফাঁকে কথা হলো তাঁর সঙ্গে; ‘নাটকের গল্পটি অন্য রকম। কিন্তু সময়টা কম পাচ্ছেন। সাত পর্বের এই নাটকটির জন্য আরও দুই দিন সময় পেলে দারুণ হতো।’

ডাক আসে পরের দৃশ্যে অভিনয়ের জন্য। দ্রুত কাজ শেষ করার তাড়া সবার মধ্যেই। এবারের দৃশ্যে রাতের খাবার খাবেন নাঈম। তাঁকে খাবার উঠিয়ে দেবেন স্ত্রী পূর্ণিমা। দৃশ্য শুরু হওয়ার আগে দুজন খুনসুটিও করে নিলেন খানিকটা। তারপর দাঁড়ালেন ক্যামেরার সামনে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুয়ালালামপুরে ইমিগ্রেশনের অভিযান, বাংলাদেশিসহ আটক ১৫০ অবৈধ অভিবাসী

রূপালীর সঙ্গে এক সন্ধ্যায়

আপডেট সময় ০১:০৩:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২৬ অগাস্ট ২০১৭

অাকাশ বিনোদন ডেস্ক:

শুটিংবাড়ির নিচতলাটা সুনসান। সিঁড়ি ভেঙে দোতলায় উঠতেই চোখে পড়ল একটি বাসরঘর সাজানো। বর-কনে তো দূরের কথা, সেখানে কেউই নেই। ছাদ থেকে আলো আসছে। আলোর পথ ধরে সামনে এগিয়ে দেখা মিলল পুরো শুটিং ইউনিটের। গত রোববার সন্ধ্যার খানিক পরে রাজধানীর উত্তরার ৩ নম্বর সেক্টরের ৩ নম্বর রোডের শুটিংবাড়িতে ঢুকতেই এমন দৃশ্যের মুখোমুখি হতে হলো।

ছাদের এক পাশে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন অভিনেত্রী পূর্ণিমা ও দীপা খন্দকার। চটপটে পূর্ণিমা খুব গম্ভীর হয়ে কথাবার্তা বলছেন দীপা খন্দকারের সঙ্গে। কথাবার্তা শেষ হতেই মনিটরের পেছনে বসা পরিচালক সাখাওয়াত মানিক ‘কাট’ বলে দৃশ্য শেষ করলেন। পাশে বসে ছিলেন নাট্যকার শফিকুর রহমান শান্তনু।

পরিচালক ও নাট্যকার মিলেই জানালেন রূপালী নামে সাত পর্বের নাটকটির গল্প। নাটকটির নাম–ভূমিকায় অভিনয় করছেন পূর্ণিমা। মেয়েটি সবকিছুতেই ইতিবাচক চিন্তা করে। উচ্ছল এই মেয়েটির একসময় বিয়ে হয়। শ্বশুরবাড়িতে থাকে। তার এই ইতিবাচক চিন্তাই একসময় নানা ধরনের সমস্যার সৃষ্টি করে সেখানে। শেষ পর্যন্ত আসলে কী ঘটে, তা বলতে চাইলেন না পরিচালক। নাট্যকারও মাথা নাড়লেন। টিভিতে দেখুক না দর্শক।

পরের দৃশ্যের শুটিং হবে একটি রুমে। রূপালী মানে পূর্ণিমা এসেছেন মনোরোগ চিকিৎসকের কাছে। নিজের ভেতরে জমানো কষ্টের কথাগুলো বলে কেঁদে ফেললেন। দৃশ্য শেষ।

নাটকটিতে পূর্ণিমার সঙ্গে অভিনয় করছেন এফ এস নাঈম। এক ফাঁকে কথা হলো তাঁর সঙ্গে; ‘নাটকের গল্পটি অন্য রকম। কিন্তু সময়টা কম পাচ্ছেন। সাত পর্বের এই নাটকটির জন্য আরও দুই দিন সময় পেলে দারুণ হতো।’

ডাক আসে পরের দৃশ্যে অভিনয়ের জন্য। দ্রুত কাজ শেষ করার তাড়া সবার মধ্যেই। এবারের দৃশ্যে রাতের খাবার খাবেন নাঈম। তাঁকে খাবার উঠিয়ে দেবেন স্ত্রী পূর্ণিমা। দৃশ্য শুরু হওয়ার আগে দুজন খুনসুটিও করে নিলেন খানিকটা। তারপর দাঁড়ালেন ক্যামেরার সামনে।