আকাশ জাতীয় ডেস্ক:
ইতালিতে সকল সাংবাদিকদের ঐক্যবদ্ধ করার লক্ষ্যে এবং সকলের সম্মিলিত সিদ্ধান্তে সংগঠিত “বাংলাদেশ প্রেসক্লাব ইতালি” সদস্য আবেদন অনলাইনে প্রকাশ করা হয়েছে।
বাংলাদেশ প্রেসক্লাব ইতালির সাংগঠনিক কার্যক্রমের অংশ হিসেবে ০১ মে তিন সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। আহবায়ক আগামী ৯০ দিনের মধ্যে কাউন্সিলের মাধ্যমে কার্যকরী কমিটি করার বাধ্যবাধকতা রয়েছে। তারই ধারাবাহিকতায় ইতালিজুড়ে যে সকল চৌকোস, মেধাবী, তরুণ সাংবাদিক কমিউনিটিতে সত্য, সুন্দর, তারুণ্যকে কাজে লাগিয়ে প্রবাসের মাটিতে বাংলাদেশকে উজ্জ্বল করার পাশাপাশি সমাজের অসঙ্গতিকে তুলে ধরতে আগ্রহী সেই সকল সাংবাদিক ভাই ও বোনদের আগামী ২০ মে’র মধ্যে সংগঠনের সদস্য হওয়ার জন্য আবেদন করার সুযোগ রয়েছে।
অন লাইনে ফরমটি পূরণ করতে নিম্নের লিংক দেয়া হলো-
বাংলাদেশ প্রেসক্লাব ইতালির আহ্বাবায়ক মনিরুজ্জামান মনির, সদস্য সচিব কমরেড খোন্দকার ও সদস্য শাহীন খলিল কাউসার মনে করেন, সুস্থ সাংবাদিকতায় “বাংলাদেশ প্রেসক্লাব ইতালি” নামে এই সংগঠনটি সমাজকে এগিয়ে নেয়ার জন্য এবং দেশীয় কৃষ্টি সংস্কৃতি তুলে ধরতে এবং প্রবাসীদের কার্যক্রম দেশসহ সারাবিশ্বে ছড়িয়ে দিতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে।
ইতালিতে ঐক্যবদ্ধ একটি সুশৃঙ্খল কমিটি করার লক্ষ্যে সাংবাদিক ও মিডিয়াকর্মীরা সদস্য হওয়ার জন্য আবেদন করতে পারেন।
আহ্বায়ক কমিটি আশা করে, এই সংগঠন মূলত ইতালিতে সুস্থ ধারার সাংবাদিকতা ফিরিয়ে আনা এবং দেশে ও প্রবাসে বাংলাদেশিদের সার্বিক সহযোগিতায় কাজ করবে।
আকাশ নিউজ ডেস্ক 

























