ঢাকা ০২:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

করেোনাকালে দুর্ভাগ্যজনকভাবে সরকার সঠিক পথ দেখাতে পারেনি: ফখরুল

আকাশ জাতীয় ডেস্ক:

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, করোনা ভাইরাস মোকাবেলা ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়েছে সরকার। করোনা পরিস্থিতি শুরু থেকেই সরকারের প্রতিটি ক্ষেত্রে সমন্বয়হীনতা ছিল। আজ সোমবার (৪ মে) সরকালে রাজধানী উত্তরার দক্ষিণখানে মাহে রমজান উপলক্ষে দুস্থ ও কর্মহীন মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি উদ্বোধনকালে এ সব কথা বলেন তিনি। উত্তরার দক্ষিণখানে বিমানবন্দর থানা বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে উপহার সামগ্রী বিতরণের আয়োজন করা হয়।

ফখরুল ইসলাম বলেন, আমি সরকারকে বারবার বলেছিবিশেষজ্ঞ বা যারা এক্সপার্ট আছেন তাদের কারও সঙ্গে পরামর্শ করে এই কাজগুলো করছেন না। এই মহামারীর সময় কোনও সমালোচনা করতে চাই না। শুধু ভুলগুলো আছে তা দেখিয়ে দিচ্ছি। রাজনৈতিক ভেদাভেদ ভুলে সবাইকে সম্মিলিতভাবে করোনা সংকট মোকাবেলার আহ্বানও জানান বিএনপি মহাসচিব।

তিনি বলেন, ত্রাণ বিতরণ যথাযথভাবে বণ্টনের ক্ষেত্রে সরকার যেমন ব্যর্থ হয়েছে, তেমনি গার্মেন্টস খোলা, বন্ধ করা নিয়ে তুঘলগি কাণ্ড ঘটিয়েছে সরকার। আজ সারা বাংলাদেশের মানুষ সংগ্রাম ও লড়াই করছে এই অসুখ থেকে বাঁচার জন্য। কী দুর্ভাগ্য আমাদের। সরকার থেকে মানুষ আশা করে দুর্যোগ দুঃসময়ের দিনে তারা সঠিক পথ দেখাবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সরকার সঠিক পথ দেখাতে পারেনি।

তিনি আরও বলেন, এ সরকার যেহেতু জনগণ দ্বারা নির্বাচিত নয়, তাই তাদের কোনও জবাবদিহি নেই। সে কারণে প্রথম দিকে মার্চ পর্যন্ত তারা এটাকে অবহেলা করেছে এবং অবহেলা এমন পর্যায়ে করেছে যে এটাকে তারা গুরুত্বই দেয়নি। দুঃখজনক ব্যাপার হচ্ছে, পৃথিবীর অন্যান্য দেশ যখন লকডাউন ঘোষণা করেছে তখন এরা কিন্তু লকডাউন ঘোষণা করেনি, স্থানীয়ভাবে লকডাউন দিচ্ছে। কিন্তু রাষ্ট্রীয়ভাবে জাতীয়ভাবে কোনও লকডাউন ঘোষণা করা হয়নি। যার ফলে মানুষ এটার গুরুত্ব সেভাবে উপলব্ধি করতে পারেনি।

ঢাকা-১৮ আসনে দলের পক্ষ থেকে ত্রাণ বিতরণের উদ্যোগ নেন বিএনপি নেতা এস এম জাহাঙ্গীর হোসেন। অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপি মহাসচিব জাতির এই ক্রান্তিকালে অসহায় মানুষের পাশে দাঁড়াতে বিত্তবানদের অনুরোধ করেন। একইসাথে দরিদ্র মানুষদের আগামী তিন মাস জনপ্রতি ৫ হাজার টাকা নগদ অর্থ সহায়তা দেয়ার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন, বিমানবন্দর থানা বিএনপির জুলহাস মোল্লা, মুনির ভুঁইয়া, পূর্ব বিমানবন্দর থানার এস আই টুটুল, স্থানীয় কমিশনার আলী আকবর, বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

করেোনাকালে দুর্ভাগ্যজনকভাবে সরকার সঠিক পথ দেখাতে পারেনি: ফখরুল

আপডেট সময় ০৫:২৭:৫২ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২০

আকাশ জাতীয় ডেস্ক:

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, করোনা ভাইরাস মোকাবেলা ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়েছে সরকার। করোনা পরিস্থিতি শুরু থেকেই সরকারের প্রতিটি ক্ষেত্রে সমন্বয়হীনতা ছিল। আজ সোমবার (৪ মে) সরকালে রাজধানী উত্তরার দক্ষিণখানে মাহে রমজান উপলক্ষে দুস্থ ও কর্মহীন মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি উদ্বোধনকালে এ সব কথা বলেন তিনি। উত্তরার দক্ষিণখানে বিমানবন্দর থানা বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে উপহার সামগ্রী বিতরণের আয়োজন করা হয়।

ফখরুল ইসলাম বলেন, আমি সরকারকে বারবার বলেছিবিশেষজ্ঞ বা যারা এক্সপার্ট আছেন তাদের কারও সঙ্গে পরামর্শ করে এই কাজগুলো করছেন না। এই মহামারীর সময় কোনও সমালোচনা করতে চাই না। শুধু ভুলগুলো আছে তা দেখিয়ে দিচ্ছি। রাজনৈতিক ভেদাভেদ ভুলে সবাইকে সম্মিলিতভাবে করোনা সংকট মোকাবেলার আহ্বানও জানান বিএনপি মহাসচিব।

তিনি বলেন, ত্রাণ বিতরণ যথাযথভাবে বণ্টনের ক্ষেত্রে সরকার যেমন ব্যর্থ হয়েছে, তেমনি গার্মেন্টস খোলা, বন্ধ করা নিয়ে তুঘলগি কাণ্ড ঘটিয়েছে সরকার। আজ সারা বাংলাদেশের মানুষ সংগ্রাম ও লড়াই করছে এই অসুখ থেকে বাঁচার জন্য। কী দুর্ভাগ্য আমাদের। সরকার থেকে মানুষ আশা করে দুর্যোগ দুঃসময়ের দিনে তারা সঠিক পথ দেখাবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সরকার সঠিক পথ দেখাতে পারেনি।

তিনি আরও বলেন, এ সরকার যেহেতু জনগণ দ্বারা নির্বাচিত নয়, তাই তাদের কোনও জবাবদিহি নেই। সে কারণে প্রথম দিকে মার্চ পর্যন্ত তারা এটাকে অবহেলা করেছে এবং অবহেলা এমন পর্যায়ে করেছে যে এটাকে তারা গুরুত্বই দেয়নি। দুঃখজনক ব্যাপার হচ্ছে, পৃথিবীর অন্যান্য দেশ যখন লকডাউন ঘোষণা করেছে তখন এরা কিন্তু লকডাউন ঘোষণা করেনি, স্থানীয়ভাবে লকডাউন দিচ্ছে। কিন্তু রাষ্ট্রীয়ভাবে জাতীয়ভাবে কোনও লকডাউন ঘোষণা করা হয়নি। যার ফলে মানুষ এটার গুরুত্ব সেভাবে উপলব্ধি করতে পারেনি।

ঢাকা-১৮ আসনে দলের পক্ষ থেকে ত্রাণ বিতরণের উদ্যোগ নেন বিএনপি নেতা এস এম জাহাঙ্গীর হোসেন। অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপি মহাসচিব জাতির এই ক্রান্তিকালে অসহায় মানুষের পাশে দাঁড়াতে বিত্তবানদের অনুরোধ করেন। একইসাথে দরিদ্র মানুষদের আগামী তিন মাস জনপ্রতি ৫ হাজার টাকা নগদ অর্থ সহায়তা দেয়ার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন, বিমানবন্দর থানা বিএনপির জুলহাস মোল্লা, মুনির ভুঁইয়া, পূর্ব বিমানবন্দর থানার এস আই টুটুল, স্থানীয় কমিশনার আলী আকবর, বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান প্রমুখ।