অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
সৌদি আরব ও তার কয়েকটি মিত্র দেশকে ক্ষমা চাইতে বলেছেন কাতারের প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন মোহাম্মাদ আল আতিয়া। অবরোধ আরোপের মাধ্যমে দেশটির স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি অসম্মান প্রদর্শন করেছে সৌদি আরব, মিশর, আরব আমিরাত ও বাহরাইন।
তিনি বলেছেন, কাতারের সঙ্গে আলোচনা শুরুর আগে অবরোধ আরোপকারী দেশগুলোর পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করতে হবে। কাতারের প্রতিরক্ষামন্ত্রী আরো বলেছেন, কাতার সব সময় আলোচনার জন্য প্রস্তুত। কিন্তু কাতারের সার্বভৌমত্বের প্রতি অবশ্যই সম্মান প্রদর্শন করতে হবে।
চলতি বছরের পাঁচ জুন কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে সৌদি আরব, মিশর, আরব আমিরাত ও বাহরাইন। একইসঙ্গে এসব দেশ কাতারের সঙ্গে সীমান্ত বন্ধ করে দিয়ে স্থল, নৌ ও আকাশ পথে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 
























