আকাশ জাতীয় ডেস্ক:
রাজধানীর উত্তরার আজমপুর এলাকায় বকেয়া বেতন ভাতার দাবিতে রেদওয়ান গার্মেন্টসের শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।
বুধবার দুপুর ১২ টার দিকে উত্তরা আজমপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুই পাশে অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। গার্মেন্টসটি দক্ষিণ খানের মোল্লার টেক এলাকা সংলগ্ন।
শ্রমিকরা ঘণ্টাব্যাপি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কটি অবরোধ করে রাখায় জরুরি প্রয়োজনে চলাচল করা অ্যামবুলেন্সসহ সব যানবাহন থেমে থাকে। এতে ওই এলাকায় দীর্ঘ যানবাহনের সারি দেখা যায়।
রেদওয়ান গার্মেন্টসের অপারেটর সজিব দৈনিক আকাশকে বলেন, টানা কয়েক সপ্তাহ ছুটি চলছে। আমরা গত কয়েক মাসের বেতন পাব। নির্ধারিত ঘোষণা অনুযায়ী আজ আমাদের বেতন দেয়ার কথা থাকলেও সকালে কারখানায় বেতন আনতে গেলে মালিকপক্ষ কারখানাটি বন্ধ করে রাখে। তাই আমরা বাধ্য হয়ে মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছি।
নাম প্রকাশে অনিচ্ছুক কর্তৃপক্ষের এক প্রতিনিধি দৈনিক আকাশকে বলেন, আগামী দুএক দিনের মধ্যে বকেয়া বেতন পরিশোধ করে দেয়া হবে।
আকাশ নিউজ ডেস্ক 





















