ঢাকা ১২:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাগেরহাটে প্রার্থিতা প্রত্যাহার করলেন মামুনুল হক ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন পোস্টাল ভোট সফল করতে পারলে বাংলাদেশের নাম ওয়ার্ল্ড হিস্ট্রিতে থাকবে: সিইসি ঢাকায় ফ্ল্যাট পাচ্ছে ওসমান হাদির পরিবার ইসির আচরণ ও কর্মকাণ্ড সন্দেহজনক : রিজভী নির্বাচনের আগেই লুট হওয়া অস্ত্র উদ্ধার করতে হবে: প্রধান উপদেষ্টা ‘না’ ভোট দেওয়া মানেই স্বৈরাচারের পক্ষে দাঁড়ানো: শারমীন মুরশিদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার যেকোনো অপচেষ্টা মোকাবিলায় প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে : পররাষ্ট্র উপদেষ্টা বস্তিবাসীদের জন্য উন্নত শিক্ষা ও চিকিৎসা নিশ্চিত করা হবে: তারেক রহমান

শেখর ধাওয়ানের অনবদ্য ব্যাটিংয়ে দিল্লির জয়, সেঞ্চুরির আক্ষেপ

আকাশ স্পোর্টস ডেস্ক:

শেখর ধাওয়ানের অনবদ্য ব্যাটিংয়ে কলকাতা নাইট রাইডার্সকে ৭ উইকেটে হারিয়েছে দিল্লি ক্যাপিটালস। তবে ম্যাচ শেষে সেঞ্চুরির আক্ষেপ থেকেই গেল। কাঙ্ক্ষিত শতক থেকে মাত্র ৩ রান দূরে ছিলেন। হাতে পর্যাপ্ত বলও ছিল। কিন্তু অপরপ্রান্তের ব্যাটসম্যান ইনগ্রামের নির্বুদ্ধিতায় শেষ পর্যন্ত আফসোস নিয়ে গ্যালারি ছাড়তে হলো হাজার হাজার দর্শককে।

কারণ, ৮ বলে যখন দরকার মাত্র ৫ রান তখন তো আর তাড়াহুড়োর কিছু নেই। এক রান নিয়ে প্রান্ত বদল করে শেখর ধাওয়ানকে স্ট্রাইক দিলেই হতো। কিন্তু ওই বলে ইনগ্রাম ছক্কা হাঁকিয়ে দলকে জয়ের বন্দরে নিয়ে গেলেই ঠিকই কিন্তু দিল্লি সমর্থকদের হৃদয়টাও খান খান করে ভেঙে দিলেন!

প্রথমে ব্যাট করে শুরুটা ভাল করতে পারেনি দীনেশ কার্তিকরা। প্রথম বলেই ইশান্ত শর্মার বলে বোল্ড হয়ে যান জো ডেনলি। উথাপ্পাও হাল ধরতে পারেননি তিন নম্বরে নেমে। কিন্তু ডেনলির সঙ্গে ওপেন করতে নামা শুবমান গিল লড়াইটা দেন সামনে থেকে। তিনি যখন ৩৯ বলে ৬৫ রান করে আউট হন ততক্ষণে দ্রুত দুই উইকেচ হারানো ধাক্কা সামলে নিয়েছে কলকাতা।

নীতিশ রানা, দীনেশ কার্তিক, কালোর্স ব্রেথওয়েট ব্যর্থ হওয়ার মঞ্চে আবারও জ্বলে ওঠে আন্দ্রে রাসেলের ব্যাট। শুবমান গিলের পর আন্দ্রে রাসেলের ২১ বলে ৪৫ রানের সুবাদে কলকাতা নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে সংগ্রহ করে ১৭৮ রান।

জবাবে বাট করতে নেমে দিল্লিকে একাই টেনে নিয়ে যান শিখর ধাওয়ান। পৃথ্বী শ (১৪) ও শ্রেয়াস আয়ার (৬) রান করে আউট হয়ে যাওয়ার পর ঋষভ প্যান্টকে নিয়ে দিল্লির ইনিংসকে এগিয়ে নিয়ে যান ধাওয়ান (৬৩ বলে ৯৭ রান) করে অপরাজিত থাকেন শিখর ধাওয়ান। সাত উইকেটে কলকাতাকে হারিয়ে দেয় দিল্লি।

ওপেন করতে নেমেছিলেন কলকাতার জো ডেনলি ও শুবমান গিল। কিন্তু ইশান্ত শমার্র প্রথম বলেই বোল্ড হয়ে গেলেন জো। সৌরভ গাঙ্গুলীর দিল্লির বিরুদ্ধে ঘরের মাঠে শুরুটা মোটেও ভাল হল না শাহরুখের কেকেআর-এর। শুবমান গিলের সঙ্গে ব্যাট করতে নামেন রবিন উথাপ্পা। পাঁচ ওভারের শেষ কলকাতার রান ছিল এক উইকেটে ৪০ রান। প্রথম বলেই জো ডেল আউট হয়ে যাওয়ার পর ধিরে চল নীতিতেই এগোচ্ছেন শুবমান ও উথাপ্পা।

ভরসা দিতে পারলেন না রবিন উথাপ্পা। রাবাদার বলে প্যান্টকে ক্যাচ দিয়ে ৩০ বলে ২৮ রান করে ফিরলেন তিনি। ক্রিজে আসেন নীতিশ রানা। ১০ ওভারে কলকাতার সংগ্রহ দাঁড়ায় ৭২/২।

৩৪ বলে হাফসেঞ্চুরি করে কলকাতাকে বড় সংগ্রহের স্বপ্ন দেখান শুবমান গিল। আইপিএলে এটি তার দ্বিতীয় হাফসেঞ্চুরি। এই ম্যাচে দারুণ খেলে ৩৯ বলে ৬৫ রান করে আউট হলেন শুবমান গিল। কেমো পলের বলে অক্ষর প্যাটেলকে ক্যাট তুলে দিলেন তিনি।

১৫ ওভারে কলকাতার সংগ্রহ ছিল ১২২/৪।

আবারও ফ্লপ কেকেআর অধিনায়কের ব্যাট। তিন বলে মাত্র দুই রান করে আউট হন দীনেশ কার্তিক। এবার ক্রিজে আসেন কালোর্স ব্রেথওয়েট। ২১ বলে ৪৫ রান করে আউট হন আন্দ্রে রাসেল। ৬ রান করে আউট হলেন কালোর্স ব্রেথওয়েট।

জবাবে ব্যাট করতে নেমে সাত বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় দিল্লি ক্যাপিটালস।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেখর ধাওয়ানের অনবদ্য ব্যাটিংয়ে দিল্লির জয়, সেঞ্চুরির আক্ষেপ

আপডেট সময় ০১:২৭:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১৩ এপ্রিল ২০১৯

আকাশ স্পোর্টস ডেস্ক:

শেখর ধাওয়ানের অনবদ্য ব্যাটিংয়ে কলকাতা নাইট রাইডার্সকে ৭ উইকেটে হারিয়েছে দিল্লি ক্যাপিটালস। তবে ম্যাচ শেষে সেঞ্চুরির আক্ষেপ থেকেই গেল। কাঙ্ক্ষিত শতক থেকে মাত্র ৩ রান দূরে ছিলেন। হাতে পর্যাপ্ত বলও ছিল। কিন্তু অপরপ্রান্তের ব্যাটসম্যান ইনগ্রামের নির্বুদ্ধিতায় শেষ পর্যন্ত আফসোস নিয়ে গ্যালারি ছাড়তে হলো হাজার হাজার দর্শককে।

কারণ, ৮ বলে যখন দরকার মাত্র ৫ রান তখন তো আর তাড়াহুড়োর কিছু নেই। এক রান নিয়ে প্রান্ত বদল করে শেখর ধাওয়ানকে স্ট্রাইক দিলেই হতো। কিন্তু ওই বলে ইনগ্রাম ছক্কা হাঁকিয়ে দলকে জয়ের বন্দরে নিয়ে গেলেই ঠিকই কিন্তু দিল্লি সমর্থকদের হৃদয়টাও খান খান করে ভেঙে দিলেন!

প্রথমে ব্যাট করে শুরুটা ভাল করতে পারেনি দীনেশ কার্তিকরা। প্রথম বলেই ইশান্ত শর্মার বলে বোল্ড হয়ে যান জো ডেনলি। উথাপ্পাও হাল ধরতে পারেননি তিন নম্বরে নেমে। কিন্তু ডেনলির সঙ্গে ওপেন করতে নামা শুবমান গিল লড়াইটা দেন সামনে থেকে। তিনি যখন ৩৯ বলে ৬৫ রান করে আউট হন ততক্ষণে দ্রুত দুই উইকেচ হারানো ধাক্কা সামলে নিয়েছে কলকাতা।

নীতিশ রানা, দীনেশ কার্তিক, কালোর্স ব্রেথওয়েট ব্যর্থ হওয়ার মঞ্চে আবারও জ্বলে ওঠে আন্দ্রে রাসেলের ব্যাট। শুবমান গিলের পর আন্দ্রে রাসেলের ২১ বলে ৪৫ রানের সুবাদে কলকাতা নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে সংগ্রহ করে ১৭৮ রান।

জবাবে বাট করতে নেমে দিল্লিকে একাই টেনে নিয়ে যান শিখর ধাওয়ান। পৃথ্বী শ (১৪) ও শ্রেয়াস আয়ার (৬) রান করে আউট হয়ে যাওয়ার পর ঋষভ প্যান্টকে নিয়ে দিল্লির ইনিংসকে এগিয়ে নিয়ে যান ধাওয়ান (৬৩ বলে ৯৭ রান) করে অপরাজিত থাকেন শিখর ধাওয়ান। সাত উইকেটে কলকাতাকে হারিয়ে দেয় দিল্লি।

ওপেন করতে নেমেছিলেন কলকাতার জো ডেনলি ও শুবমান গিল। কিন্তু ইশান্ত শমার্র প্রথম বলেই বোল্ড হয়ে গেলেন জো। সৌরভ গাঙ্গুলীর দিল্লির বিরুদ্ধে ঘরের মাঠে শুরুটা মোটেও ভাল হল না শাহরুখের কেকেআর-এর। শুবমান গিলের সঙ্গে ব্যাট করতে নামেন রবিন উথাপ্পা। পাঁচ ওভারের শেষ কলকাতার রান ছিল এক উইকেটে ৪০ রান। প্রথম বলেই জো ডেল আউট হয়ে যাওয়ার পর ধিরে চল নীতিতেই এগোচ্ছেন শুবমান ও উথাপ্পা।

ভরসা দিতে পারলেন না রবিন উথাপ্পা। রাবাদার বলে প্যান্টকে ক্যাচ দিয়ে ৩০ বলে ২৮ রান করে ফিরলেন তিনি। ক্রিজে আসেন নীতিশ রানা। ১০ ওভারে কলকাতার সংগ্রহ দাঁড়ায় ৭২/২।

৩৪ বলে হাফসেঞ্চুরি করে কলকাতাকে বড় সংগ্রহের স্বপ্ন দেখান শুবমান গিল। আইপিএলে এটি তার দ্বিতীয় হাফসেঞ্চুরি। এই ম্যাচে দারুণ খেলে ৩৯ বলে ৬৫ রান করে আউট হলেন শুবমান গিল। কেমো পলের বলে অক্ষর প্যাটেলকে ক্যাট তুলে দিলেন তিনি।

১৫ ওভারে কলকাতার সংগ্রহ ছিল ১২২/৪।

আবারও ফ্লপ কেকেআর অধিনায়কের ব্যাট। তিন বলে মাত্র দুই রান করে আউট হন দীনেশ কার্তিক। এবার ক্রিজে আসেন কালোর্স ব্রেথওয়েট। ২১ বলে ৪৫ রান করে আউট হন আন্দ্রে রাসেল। ৬ রান করে আউট হলেন কালোর্স ব্রেথওয়েট।

জবাবে ব্যাট করতে নেমে সাত বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় দিল্লি ক্যাপিটালস।