আকাশ বিনোদন ডেস্ক:
সালমান খান অভিনীত ‘দাবাং’ ছবির প্রথম দুই কিস্তি দর্শক মহলে ব্যাপক সাড়া জাগিয়েছে।
বক্স অফিসেও করেছে রেকর্ড। এরই মধ্যে ছবিটির তৃতীয় কিস্তি নির্মাণের চূড়ান্ত ঘোষণা দিয়েছেন প্রযোজক আরবাজ খান।
ভারতীয় সংবাদমাধ্যমকে এ বিষয়ে তিনি জানান, সালমান খান এখন ‘ভারত’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন। যার ফলে চলতি বছর ছবির শুটিং করা সম্ভব হবে না।
তাই আগামী বছর ফেব্রুয়ারি কিংবা মার্চের দিকে ‘দাবাং থ্রি’ শুরু হবে। আট বছর আগে ২০১০ সালে অভিনব কাশ্যপ নির্মাণ করেন ‘দাবাং’। তখন সালমান খানের সঙ্গে জুটি বেঁধেছিলেন সোনাক্ষী সিনহা।
এ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় সোনাক্ষীর। এরপর দুই বছর বিরতি দিয়ে ২০১২ সালে নির্মিত হয় সিক্যুয়াল ‘দাবাং টু’। এটিতেও জুটি বাঁধেন সালমান-সোনাক্ষী।
আকাশ নিউজ ডেস্ক 

























