অাকাশ জাতীয় ডেস্ক:
জনগণের চাহিদা অনুযায়ী ইভিএম ব্যবহার করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম। ইভিএম বন্ধসহ নির্বাচনের পূর্বে সকল প্রকার অনিয়ম দূর করার জন্য নির্বাচন কমিশনারের কাছে স্মারকলিপি দেয়ার সময় তিনি এসব কথা জানান।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) মেশিন ব্যবহার বন্ধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের দাবিতে নির্বাচন রোববার দুপুরে রাজশাহী আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে কমিশনার রফিকুল ইসলামকে স্মারকলিপি দেয় রাজশাহী মহানগর বিএনপি।
এ সময়ে ইভিএম বন্ধসহ নির্বাচনের পূর্বে সকল প্রকার অনিয়ম দূর করার জন্য নির্বাচন কমিশনারের নিকট দাবি জানালে নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বলেন, জনগণের চাহিদা অনুযায়ী অতি সীমিত আকারে রাজশাহীসহ বিভিন্ন নির্বাচনী এলাকায় ইভিএম ব্যবহার করা হবে। ইভিএম ব্যবহার ক্রটিযুক্ত থাকলে সেটি জানালে সাথে সাথে ব্যবস্থা নেয়া হবে।
তিনি আরও বলেন, নির্বাচন কমিশন জনগণ ও সব দলের আস্থা তৈরি করার জন্য কাজ করছে। সকলের অংশগ্রহণে দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন সর্বদা সচেষ্ট রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহামন মিনু, মহানগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল এবং সাধারণ সম্পাদক শফিকুল হক মিলনসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আকাশ নিউজ ডেস্ক 




















