ঢাকা ০২:৪৫ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজোর হত্যাকারীর যাবজ্জীবন কারাদণ্ড সোনালী যুগের জনপ্রিয় অভিনেতা জাভেদ আর নেই শহীদ ওসমান হাদির বিচার নিয়ে স্ত্রীর আবেগঘন পোস্ট ফুটবল প্রতীক পেলেন তাসনিম জারা শত বছরের দিকনির্দেশনা দেবে গণভোট: আদিলুর রহমান খান ‘মন্ত্রী হলে পরে হব, নির্বাচন ছাড়ব না’ জিয়াউর রহমানকে পরিকল্পিতভাবে হত্যার মাধ্যমে বিএনপিকে ধ্বংসের চেষ্টা করা হয়েছিল: খন্দকার মোশাররফ ৮ জেলায় ডিজিটাল জামিননামা (ই-বেইলবন্ড) উদ্বোধন করলেন আইন উপদেষ্টা বাংলাদেশের পাশে দাঁড়িয়ে আইসিসিকে নতুন বার্তা পিসিবির ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আবুল কালাম আজাদ

মন খারাপ বিগ-বির, আয়োজন নেই জন্মদিনে

আকাশ বিনোদন ডেস্ক:

বিশ্বের অন্যতম বড় ফিল্ম ইন্ডাস্ট্রি বলিউডের ‘শাহেনশাহ’ নামে ডাকা হয় অভিনেতা অমিতাভ বচ্চনকে। আজ ১১ অক্টোবর ৭৬টি বসন্ত পেরিয়ে ৭৭ বছরে পা দিলেন উপমহাদেশের অন্যতম সেই মেগাস্টার। ১৯৪২ সালের এই দিনে ভারতের উত্তর প্রদেশের এলাহাবাদের এক হিন্দু-শিখ পরিবারে জন্ম গ্রহণ করেছিলেন তিনি।

বিগ-বির জন্মদিনকে ঘিরে প্রতি বছরই থাকে বিশাল আয়োজন। কিন্তু এবার নাকি কোনো পরিকল্পনাই নেই! খবরটি অবাক হওয়ার মতো হলেও এটাই সত্যি। ভারতীয় বিভিন্ন মিডিয়ার খবর বলছে, এবারের জন্মদিনে কোনো ধুমধাম করতে চান না সিনিয়র বচ্চন। বলিউডের অন্য তারকাদের নিয়ে কোনো পার্টিও করবেন না বলে ঠিক করেছেন। এমনকী পরিবার থেকেও নেই বিশেষ কোনো পরিকল্পনা।

কয়েক মাস আগে অমিতাভ বচ্চনের মেয়ে শ্বেতা নন্দার শ্বশুর রঞ্জন নন্দা প্রয়াত হয়েছেন। দিনকয়েক আগে শ্বেতার শাশুড়ি রীতু নন্দার মায়ের জীবনাবসান হয়। তার উপর গত সপ্তাহে রাজ কাপুরের স্ত্রী কৃষ্ণা রাজ কাপুর মারা গেলেন। এদিকে, অমিতাভের প্রিয় সহ-অভিনেতা ঋষি কাপুরও একটা রোগের চিকিৎসার জন্য আমেরিকা পড়ে রয়েছেন। সব মিলিয়ে নাকি মন ভালো নেই শাহেনশাহর।

তবে টুইটারে লাখ লাখ ভক্তের কাছ থেকে জন্মদিনের শুভেচ্ছা ঠিকই পেয়েছেন বলিউডের জীবন্ত কিংবদন্তী অমিতাভ বচ্চন। পাল্টা টুইট করে তাদের ধন্যবাদও দিয়েছেন বিগ-বি। শুভেচ্ছা জানিয়েছেন বলিউডের অন্য তারকারাও। কর্মক্ষেত্রে এই মুহূর্তে মুক্তির অপেক্ষায় রয়েছে অমিতাভের ‘ঠগস অব হিন্দুস্থান’ ছবিটি। এছাড়া বুলগেরিয়ায় চলছে রণবীর কাপুর ও আলিয়া ভাটের সঙ্গে তার ‘ব্রহ্মাস্ত্র’ ছবির শুটিং।

১৯৬৯ সালে ‘হিন্দুস্তানি’ নামের একটি চলচ্চিত্রের মাধ্যমে বলিউডে পা রাখেন অমিতাভ বচ্চন। প্রায় চল্লিশ বছরের ক্যারিয়ারে ১৯০টিরও বেশি ছবিতে কাজ করেছেন তিনি। অভিনয় দক্ষতা দিয়ে জিতে নিয়েছেন চারটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং ১৫টি ফিল্মফেয়ার পুরস্কার। এছাড়া পদ্মশ্রী, পদ্মভূষণ ও পদ্মবিভূষণসহ অসংখ্য বড় বড় পুরস্কার ঘরে তুলেছেন অমিতাভ বচ্চন। এ জন্যই তিনি বলিউডের শাহেনশাহ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মন খারাপ বিগ-বির, আয়োজন নেই জন্মদিনে

আপডেট সময় ১২:৪৪:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ অক্টোবর ২০১৮

আকাশ বিনোদন ডেস্ক:

বিশ্বের অন্যতম বড় ফিল্ম ইন্ডাস্ট্রি বলিউডের ‘শাহেনশাহ’ নামে ডাকা হয় অভিনেতা অমিতাভ বচ্চনকে। আজ ১১ অক্টোবর ৭৬টি বসন্ত পেরিয়ে ৭৭ বছরে পা দিলেন উপমহাদেশের অন্যতম সেই মেগাস্টার। ১৯৪২ সালের এই দিনে ভারতের উত্তর প্রদেশের এলাহাবাদের এক হিন্দু-শিখ পরিবারে জন্ম গ্রহণ করেছিলেন তিনি।

বিগ-বির জন্মদিনকে ঘিরে প্রতি বছরই থাকে বিশাল আয়োজন। কিন্তু এবার নাকি কোনো পরিকল্পনাই নেই! খবরটি অবাক হওয়ার মতো হলেও এটাই সত্যি। ভারতীয় বিভিন্ন মিডিয়ার খবর বলছে, এবারের জন্মদিনে কোনো ধুমধাম করতে চান না সিনিয়র বচ্চন। বলিউডের অন্য তারকাদের নিয়ে কোনো পার্টিও করবেন না বলে ঠিক করেছেন। এমনকী পরিবার থেকেও নেই বিশেষ কোনো পরিকল্পনা।

কয়েক মাস আগে অমিতাভ বচ্চনের মেয়ে শ্বেতা নন্দার শ্বশুর রঞ্জন নন্দা প্রয়াত হয়েছেন। দিনকয়েক আগে শ্বেতার শাশুড়ি রীতু নন্দার মায়ের জীবনাবসান হয়। তার উপর গত সপ্তাহে রাজ কাপুরের স্ত্রী কৃষ্ণা রাজ কাপুর মারা গেলেন। এদিকে, অমিতাভের প্রিয় সহ-অভিনেতা ঋষি কাপুরও একটা রোগের চিকিৎসার জন্য আমেরিকা পড়ে রয়েছেন। সব মিলিয়ে নাকি মন ভালো নেই শাহেনশাহর।

তবে টুইটারে লাখ লাখ ভক্তের কাছ থেকে জন্মদিনের শুভেচ্ছা ঠিকই পেয়েছেন বলিউডের জীবন্ত কিংবদন্তী অমিতাভ বচ্চন। পাল্টা টুইট করে তাদের ধন্যবাদও দিয়েছেন বিগ-বি। শুভেচ্ছা জানিয়েছেন বলিউডের অন্য তারকারাও। কর্মক্ষেত্রে এই মুহূর্তে মুক্তির অপেক্ষায় রয়েছে অমিতাভের ‘ঠগস অব হিন্দুস্থান’ ছবিটি। এছাড়া বুলগেরিয়ায় চলছে রণবীর কাপুর ও আলিয়া ভাটের সঙ্গে তার ‘ব্রহ্মাস্ত্র’ ছবির শুটিং।

১৯৬৯ সালে ‘হিন্দুস্তানি’ নামের একটি চলচ্চিত্রের মাধ্যমে বলিউডে পা রাখেন অমিতাভ বচ্চন। প্রায় চল্লিশ বছরের ক্যারিয়ারে ১৯০টিরও বেশি ছবিতে কাজ করেছেন তিনি। অভিনয় দক্ষতা দিয়ে জিতে নিয়েছেন চারটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং ১৫টি ফিল্মফেয়ার পুরস্কার। এছাড়া পদ্মশ্রী, পদ্মভূষণ ও পদ্মবিভূষণসহ অসংখ্য বড় বড় পুরস্কার ঘরে তুলেছেন অমিতাভ বচ্চন। এ জন্যই তিনি বলিউডের শাহেনশাহ।