অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে যাবজ্জীবন কারাদণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে অস্ট্রেলিয়া ছাত্রদল।
বুধবার প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনের সভাপতি কায়াস মাহমুদ জনি বলেন, এই রায়কে আমরা প্রত্যাখ্যান করছি, সম্পূর্ণ রাজনৈতিক কারণে তারেক রহমানকে এই মামলায় জড়িয়ে এই রায় প্রদান করা হয়েছে|
তিনি আরও বলেন, একটি প্রশ্নবিদ্ধ রায়কে বাংলাদেশকে জনগণ মেনে নেবে না।
তিনি দাবি করেন, আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেয়া এ রায়ের উদ্দেশ্য বিএনপিকে আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত রাখার জন্য এই রায় প্রদান করা হয়েছে| তারেক রহমান আগামীতে যাতে বিএনপিকে নেতৃত্ব দিতে না পারে তার জন্য এই রায় প্রদান করা হয়েছে|
অস্ট্রেলিয়া ছাত্রদল কায়াস আরো বলেন, ‘১০০ দিনের বেশি রিমান্ডে নিয়ে নির্যাতনের মাধ্যমে যার মুখ দিয়ে তারেক রহমানের নাম ২১ আগস্ট মামলায় সম্পূরক চার্জশিটের মাধ্যমে জড়ানো হয়,পরবর্তীতে তিনি নিজেই তার বক্তব্য প্রত্যাহারের আবেদন করে আদালতকে জানায় নির্মম নির্যাতন করে তার মুখ দিয়ে তারেক রহমানের নাম বলনো হয়েছে। অবাক করার বিষয় ইতিমধ্যে, অন্য একটি মামলায় তার ফাঁসি কার্যকর করা হয়েছে। এর মাধ্যমে প্রমাণ হয় তারেক রহমান সম্পূর্ণ নির্দোষ|
আকাশ নিউজ ডেস্ক 

























