অাকাশ জাতীয় ডেস্ক:
ডায়াবেটিস রোগীদের জীবন স্বাচ্ছন্দ্যময় করতে বাংলাদেশের ইতিহাসে এই প্রথম আয়োজন করা হয়েছে ডায়াবেটিস মেলা। আগামী ২৩ এবং ২৪ নভেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মেলাটি অনুষ্ঠিত হবে।
ডায়াবেটিস রোগীদের জন্য এটি একটি ভিন্নধর্মী আয়োজন। বাংলাদেশে ডায়াবেটিকস নিয়ে গবেষণারত কয়েকজন ডাক্তারের প্রচেষ্টায় গঠিত প্রতিষ্ঠান কংগ্রেসিয়া এই ডায়াবেটিস মেলার আয়োজন করছে।
ডায়াবেটিস মেলার আয়োজকদের মধ্যে ডা. এজাজ বারী চৌধুরী বলেন, ডায়াবেটিস মেলায় একই ছাদের নিচে ডায়াবেটিস রোগীরা তাদের জীবনে স্বাচ্ছন্দ পেতে যাপিত জীবনের সব কিছুর সেবা পাবেন।
আকাশ নিউজ ডেস্ক 

























