অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
হাইতিতে ৫ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১১ জন নিহত হয়েছেন। দেশটির উত্তরাঞ্চলীয় টিপ অব হাইতির প্রায় ২0 কিলোমিটার উত্তর-পশ্চিমে পোর্ট দে পেক্সে ভূমিকম্পটি অনুভূত হয়।
সরকারের মুখপাত্র এডি জ্যাকসন এলেক্সিস সংবাদ সংস্থা এএফপিকে বলেন, পোর্ট দে পেক্সে সাত জন এবং অন্য আরেকটি এলাকায় চারজন নিহতের খবর পাওয়া গেছে।
রবিবার স্থানীয় সময় সকাল আটটা দশ মিনিটে এগারো কিলোমিটার গভীর এই ভূমিকম্পি অনুভূত হয়।
২০১০ সালের পর হাইতিতে এটিই সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। আট বছর আগে সাত মাত্রার সেই ভূমিকম্পে দেশটিতে দশ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছিলেন।
আকাশ নিউজ ডেস্ক 















