অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
ভারতের অন্ধ্রপ্রদেশে অবসরপ্রাপ্ত এক জেলা জজ ও তার স্ত্রী চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে শুক্রবার আত্মহত্যা করার অভিযোগ উঠেছে। খবর এনডিটিভির।
শনিবার পুলিশ জানায়, তিরুপাতির বাসিন্দা সাবেক বিচারক পি সুধাকর(৬৫)-কে তিরুপাতি-রেনিগুতা রুটের একটি রেল লাইনে মৃত অবস্থায় পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, শারীরিক অসুস্থতার কারণেই তিনি আত্মহত্যা করতে পারেন।
স্বামীর মৃত্যুর এই সংবাদ শোনার পর স্ত্রী পি ভারালক্ষ্মী(৫৬) একই স্থানে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন বলে পুলিশ জানায়।
আকাশ নিউজ ডেস্ক 















