অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের স্ত্রী রোসমাহ মানসুরকে গ্রেফতার করেছে দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ। বার্তা সংস্থা রয়টার্সের এক খবরে এ তথ্য জানা গেছে।
বুধবার অর্থপাচারের অভিযোগে গ্রেফতারের পর আদালতের হাজির করার আগে একরাত তাকে হাজতখানায় থাকতে হবে।
মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশন(এমএসিসি) জানিয়েছে, অর্থপাচার রোধ আইন লঙ্ঘনের দায়ে তারা রোসমাহ মানসুরকে(৬৬) গ্রেফতার করেছে। বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করা হবে। তার বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ রয়েছে বলে জানায় সংস্থাটি।
রাষ্ট্রীয় তহবিল ১এমডিবি নিয়ে তিন দফায় জিজ্ঞাসাবাদের পর এমএসিসি তাকে গ্রেফতার করেছে। গত বুধবার তাকে একনাগারে ১৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
যুক্তরাষ্ট্র জানিয়েছে, ওই রাষ্ট্রীয় তহবিল থেকে সাড়ে চারশ কোটি ডলার তসরুফ করা হয়েছে।
চলতি বছরের মে মাসে জাতীয় নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক পরাজিত হন। এর পর এ দম্পতির ওপর বিপর্যয় নেমে আসে। কর্তৃপক্ষ তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করেন। তাদের ফ্ল্যাটেও তল্লাশি চালায় পুলিশ।
এ সময় সাড়ে ২৭ কোটি ডলার সমমূল্যের নগদ অর্থ, সোনার অলঙ্কারসহ বিপুল বিলাসি দ্রব্য জব্দ করা হয়। নাজিব রাজাক দাবি করেন, এসব জিনিস তার স্ত্রী ও কন্যা বিভিন্ন সময় উপহার হিসেবে পেয়েছেন। ১এমডিবি তহবিলের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।
দুর্নীতি দমন সংস্থাটিও নিশ্চিত করে বলেনি, রোসমাহ মানসুরের বিরুদ্ধে অভিযোগ ওই তহবিল সম্পর্কিত কিনা।
তাকে যখন সংস্থাটির প্রধান কার্যালয়ে নিয়ে আসা হয়, তখন তার মুখে বিগলিত হাসি দেখা গেছে। তিনি কর্মকর্তাদের সঙ্গে করমর্দন করেন। তার পরনে ছিল মালয়শিয়ার ঐতিহ্যবাহী পোশাক।
আকাশ নিউজ ডেস্ক 
























