অাকাশ জাতীয় ডেস্ক:
দেশের অর্থনৈতিক উন্নয়নে যথাযথ ভূমিকা পালনের নিমিত্তে যুবসমাজকে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) ও আর্থিক শিক্ষায় দক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে সীমান্ত ব্যাংক লিমিটেড।
মিরপুর সেনানিবাস এলাকার বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেসনালসে (বিইউপি) বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর এম আবুল কাশেম মজুমদার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীমান্ত ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মুখলেসুর রহমান।
রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন, চিফ অপারেটিং অফিসার রফিকুল ইসলাম ও হেড অব ইনফরমেশন টেকনোলজি আশরাফুল আলম ভুইয়া।
কর্মশালায় সীমান্ত ব্যাংকের মানবসম্পদ বিভাগের প্রধান এ কে এম গোলাম রব্বানী, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল আবুল কাশেম মো. ইব্রাহিম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, সেন্টার ফর হায়ার স্টাডিজ অ্যান্ড রিসার্চের ডিন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোফাজ্জেল মাওলা (অব.), অতি. রেজিস্ট্রার লে. কর্নেল মকসুদুল বারী ও ফিনান্স ও ব্যাংকিং বিভাগের চেয়ারম্যান ড. জান্নাতুল ফেরদৌস উপস্থিত ছিলেন।
আকাশ নিউজ ডেস্ক 

























