আকাশ স্পোর্টস ডেস্ক:
নিষেধাজ্ঞার বিরুদ্ধে আবেদনে সাড়া পাননি কিলিয়ান এমবাপ্পে। লাল কার্ড পাওয়া পিএসজির ফরোয়ার্ডের তিন ম্যাচে নিষেধাজ্ঞার শাস্তি কমছে না। আগের শাস্তিই বহাল রয়েছে। লিগ ওয়ানে মেজাজ হারিয়ে লাল কার্ড দেখেছিলেন ফরাসি ফরোয়ার্ড।
ক্যারিয়ারের প্রথম লাল কার্ড এবং অসহিষ্ণু আচরণে তার ভাগ্যে জোটে তিন ম্যাচের নিষেধাজ্ঞা। বলা হচ্ছিল এমন শাস্তির সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে পারে ফরাসি ফুটবল ফেডারেশন। কিন্তু আগের অবস্থানেই থাকার সিদ্ধান্ত নিয়েছে ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশন। এমবাপ্পে ইতিমধ্যে দুই ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়েছেন। তাই লিগ ওয়ানে ফিরবেন তিন ম্যাচ পর। ফলে বুধবারও দেখা যাবে না তাকে।
গত ১ সেপ্টেম্বর লিগ ওয়ানে অনাকাক্সিক্ষত ঘটনা ঘটান তিনি। নিমের বিপক্ষে ৪-২ গোলে জেতা ম্যাচের প্রথমার্ধে একবার হলুদ কার্ড দেখেন। শেষদিকে নিমের খেলোয়াড় তেজি সাভানিয়ের সঙ্গে সংঘর্ষে জড়ালে নিয়ম অনুযায়ী দ্বিতীয় হলুদ কার্ডের পর সরাসরি লাল কার্ড দেখেন এমবাপ্পে। ম্যাচের শেষদিকের এই ঘটনায় সাভানিয়েকেও দেখানো হয় লাল কার্ড। তার নিষেধাজ্ঞা গিয়ে দাঁড়ায় পাঁচ ম্যাচে।
এমন ঘটনার পর ভক্তদের কাছে দুঃখ প্রকাশ করেছিলেন এমবাপ্পে। তবে তিনি এও জানিয়েছেন যে, প্রতিপক্ষের আক্রমণে প্রয়োজনে আবারও এমনটি করতে পিছপা হবেন না!
আকাশ নিউজ ডেস্ক 
























