অাকাশ জাতীয় ডেস্ক:
আগামীকাল মঙ্গলবার সকাল ৮টা ২৫ মিনিটে বাংলাদেশ বিমানের (বিজি০০৮৪) একটি ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করার কথা রয়েছে তার।
আগামী ২৯ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টায় বাংলাদেশে বিমানের (বিজি ০০৮৫) একটি ফ্লাইটে তিনি দেশে ফিরবেন বলে জানিয়েছেন এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী।
এদিন সন্ধ্যা ৭টায় রাজধানীর বারিধারায় প্রেসিডেন্ট পার্কে সাবেক রাষ্ট্রপতির উপস্থিত থাকার কথা রয়েছে বলে জাপার পক্ষ থেকে জানানো হয়েছে।
জাপা প্রধানের সফরসঙ্গী হিসেবে থাকছেন পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, প্রেসিডিয়াম সদস্য জিয়া উদ্দিন আহমেদ বাবলু এমপি এবং মেজর (অব.) মো. খালেদ আখতার।
আকাশ নিউজ ডেস্ক 






















