অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশ দূতাবাসের আয়োজনে ইপিএস কর্মীদের মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে।
২২ সেপ্টেম্বর সিউলে বাংলাদেশ দূতাবাসের হল রুমে ইপিএসে আগত দক্ষিণ কোরিয়া প্রবাসী বাংলাদেশিদের সমস্যা ও সমাধান নিয়ে মতবিনিময় হয়।
সন্ধ্যা ৬.৩০ মিনিটে রাষ্ট্রদূত আবিদা ইসলামের সূচনা বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। ইপিএসের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপনা করেন প্রথম সচিব (শ্রম) মুকিমা বেগম।
কোরিয়ায় বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত আবিদা ইসলামের কাছে ইপিএস বিষয়ক বিভিন্ন সমস্যা ও সমাধান পদ্ধতি তুলে ধরেন বিভিন্ন সংগঠন নেতৃবৃন্দ এবং কর্মীরা।
এ ধরনের সুন্দর অনুষ্ঠান আয়োজনের জন্য রাষ্ট্রদূত আবিদা ইসলামসহ অ্যাম্বাসির সকলকে ধন্যবাদ জানান রেমিটেন্স যোদ্ধারা।
আকাশ নিউজ ডেস্ক 

























