ঢাকা ০১:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ১৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ ভোট চুরি ও কেন্দ্র দখলের চেষ্টা করলে হাসিনার পরিণতি হবে, হুঁশিয়ারি হাসনাত আবদুল্লাহর পে-স্কেল বাস্তবায়ন করবে না অন্তর্বর্তী সরকার : জ্বালানি উপদেষ্টা বাড়ি এসে তো দেখবে ছেলে-বউয়ের কবর, এই জামিন দিয়ে কী হবে: সাদ্দামের মা কারাবন্দিদের নিরাপত্তার পাশাপাশি মানবাধিকার নিশ্চিত করতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা তারেক রহমানের জনসভাস্থলে নিরাপত্তা জোরদার ২০৫০ সালের মধ্যে তীব্র তাপদাহের শিকার হতে পারে বাংলাদেশসহ বিশ্বের অর্ধেক মানুষ গ্রিসে বিস্কুট কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ৫ জনের মৃত্যু ক্ষমতায় গেলে যশোর শহরকে সিটি করপোরেশনে উন্নীত করা হবে : জামায়াত আমির কেন্দ্র দখল করে ফলাফল আদায়ের কোনো সুযোগ নেই: ইসি সানাউল্লাহ

উনারা আইন জানেন না’ বক্তব্যের ব্যাখ্যা দিলেন ইউসুফ হুমায়ুন

অাকাশ জাতীয় ডেস্ক: 

বিএনপিপন্থী আইনজীবীরা আইনমন্ত্রীর বক্তব্য নিয়ে ঝড় তোলার চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ইউসুফ হোসেন হুমায়ুন।

‘উনারা (খালেদা জিয়ার আইনজীবীরা) আইন জানেন না’ আইনমন্ত্রী আনিসুল হকের এমন বক্তব্য প্রত্যাহার চেয়ে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সংবাদ সম্মেলনের পর পাল্টা সংবাদ সম্মেলন করে এ কথা বলেন ইউসুফ হোসেন হুমায়ুন।

মঙ্গলবার সকালে এক সংবাদ সম্মেলনে আইনমন্ত্রী আনিসুল হকের বক্তব্যকে অসৌজন্যমূলক বলে আখ্যায়িত করে তা প্রত্যাহারের দাবি জানায় সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি। দুপুরে পাল্টা সংবাদ সম্মেলন করেন আওয়ামীপন্থী আইনজীবীরা।

সংবাদ সম্মেলনে ইউসুফ হোসেন হুমায়ুন বলেন, কিছু দিন আগেও এই অডিটোরিয়ামে একটা অনুষ্ঠান হয়েছিল। সেখানে একটি দলের শীর্ষ নেতারা এসেছিল। সে সময়েও সংবাদ সম্মেলন করে বলেছিলাম, এটা সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির একটা পবিত্র অঙ্গন। কোনো দলের মঞ্চ হিসেবে ব্যবহৃত হওয়ার জন্য নয়। আমাদের সময় কোনোদিন এটি হয়নি। করতে দেয়া হয়নি। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, আবারো কিছু দিন পরে এ ধরনের সম্মেলন হচ্ছে। আজকেও হয়েছে। এখানে আইনমন্ত্রীর বক্তব্য নিয়ে তারা একটি ঝড় তুলতে চেষ্টা করছেন।

তিনি বলেন, ‘উনারা আইন জানেন না’ আইনমন্ত্রী এমন বক্তব্য কোন প্রেক্ষাপটে দিয়েছেন, তা আমাদের জানতে হবে। সেটা আপনারাও জানেন। এখানে আইনমন্ত্রী খালেদা জিয়ার আইনজীবীরা আইন জানেন না, এ বক্তব্য দ্বারা তিনি এটা বোঝাতে চাননি। তিনি এটা ‘বাই দি বাই’ বলেছেন।

আইনের মধ্যে থেকেই এবং খালেদা জিয়ার নিরাপত্তার কারণেই কারাগারে আদালত স্থাপন করা হয়েছে উল্লেখ করে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের আহ্বায়ক ইউসুফ হোসেন হুমায়ুন বলেন, আইনি কাঠামোর মধ্যে থেকেই আদালত স্থাপন করা হয়েছে। কার্যবিধির ৯(২) ধারায় বলা হয়েছে, সরকার সরকারি গেজেটে সাধারণ অথবা বিশেষ আদেশ জারি করিয়া নির্দেশ দিতে পারেন যে, যে কোনো স্থানে বা স্থানসমূহে দায়রা আদালত বসিবে। এইরূপ আদেশ না দেয়া পর্যন্ত দায়রা আদালত পূর্বের ন্যায় বসিবে।’ কাজেই কোনো অবস্থাতেই বলা যাবে না যে, এটা আইনের মধ্যে নাই।

তিনি বলেন, তারা (বিএনপির আইনজীবীরা) এ বিচারকে প্রলম্বিত করার জন্য চেষ্টা করছে। এই অঙ্গনকে রাজনীতির মঞ্চ হিসেবে ব্যবহার না করার আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শ ম রেজাউল করিম, সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সহসম্পাদক আব্দুর রাজ্জাক, সাবেক সহসম্পাদক এ কে এম রবিউল হাসান সুমন ও ব্যারিস্টার মোহাম্মদ শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ

উনারা আইন জানেন না’ বক্তব্যের ব্যাখ্যা দিলেন ইউসুফ হুমায়ুন

আপডেট সময় ১০:৪৫:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ সেপ্টেম্বর ২০১৮

অাকাশ জাতীয় ডেস্ক: 

বিএনপিপন্থী আইনজীবীরা আইনমন্ত্রীর বক্তব্য নিয়ে ঝড় তোলার চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ইউসুফ হোসেন হুমায়ুন।

‘উনারা (খালেদা জিয়ার আইনজীবীরা) আইন জানেন না’ আইনমন্ত্রী আনিসুল হকের এমন বক্তব্য প্রত্যাহার চেয়ে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সংবাদ সম্মেলনের পর পাল্টা সংবাদ সম্মেলন করে এ কথা বলেন ইউসুফ হোসেন হুমায়ুন।

মঙ্গলবার সকালে এক সংবাদ সম্মেলনে আইনমন্ত্রী আনিসুল হকের বক্তব্যকে অসৌজন্যমূলক বলে আখ্যায়িত করে তা প্রত্যাহারের দাবি জানায় সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি। দুপুরে পাল্টা সংবাদ সম্মেলন করেন আওয়ামীপন্থী আইনজীবীরা।

সংবাদ সম্মেলনে ইউসুফ হোসেন হুমায়ুন বলেন, কিছু দিন আগেও এই অডিটোরিয়ামে একটা অনুষ্ঠান হয়েছিল। সেখানে একটি দলের শীর্ষ নেতারা এসেছিল। সে সময়েও সংবাদ সম্মেলন করে বলেছিলাম, এটা সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির একটা পবিত্র অঙ্গন। কোনো দলের মঞ্চ হিসেবে ব্যবহৃত হওয়ার জন্য নয়। আমাদের সময় কোনোদিন এটি হয়নি। করতে দেয়া হয়নি। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, আবারো কিছু দিন পরে এ ধরনের সম্মেলন হচ্ছে। আজকেও হয়েছে। এখানে আইনমন্ত্রীর বক্তব্য নিয়ে তারা একটি ঝড় তুলতে চেষ্টা করছেন।

তিনি বলেন, ‘উনারা আইন জানেন না’ আইনমন্ত্রী এমন বক্তব্য কোন প্রেক্ষাপটে দিয়েছেন, তা আমাদের জানতে হবে। সেটা আপনারাও জানেন। এখানে আইনমন্ত্রী খালেদা জিয়ার আইনজীবীরা আইন জানেন না, এ বক্তব্য দ্বারা তিনি এটা বোঝাতে চাননি। তিনি এটা ‘বাই দি বাই’ বলেছেন।

আইনের মধ্যে থেকেই এবং খালেদা জিয়ার নিরাপত্তার কারণেই কারাগারে আদালত স্থাপন করা হয়েছে উল্লেখ করে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের আহ্বায়ক ইউসুফ হোসেন হুমায়ুন বলেন, আইনি কাঠামোর মধ্যে থেকেই আদালত স্থাপন করা হয়েছে। কার্যবিধির ৯(২) ধারায় বলা হয়েছে, সরকার সরকারি গেজেটে সাধারণ অথবা বিশেষ আদেশ জারি করিয়া নির্দেশ দিতে পারেন যে, যে কোনো স্থানে বা স্থানসমূহে দায়রা আদালত বসিবে। এইরূপ আদেশ না দেয়া পর্যন্ত দায়রা আদালত পূর্বের ন্যায় বসিবে।’ কাজেই কোনো অবস্থাতেই বলা যাবে না যে, এটা আইনের মধ্যে নাই।

তিনি বলেন, তারা (বিএনপির আইনজীবীরা) এ বিচারকে প্রলম্বিত করার জন্য চেষ্টা করছে। এই অঙ্গনকে রাজনীতির মঞ্চ হিসেবে ব্যবহার না করার আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শ ম রেজাউল করিম, সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সহসম্পাদক আব্দুর রাজ্জাক, সাবেক সহসম্পাদক এ কে এম রবিউল হাসান সুমন ও ব্যারিস্টার মোহাম্মদ শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।