অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা সিরিয়ার ইদলিবে সরকারি বাহিনীর বেপরোয়া হামলার প্রতিবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে সিরিয়া সরকার এবং মিত্র দেশ রাশিয়া ও ইরানকে সতর্ক করে দিয়েছেন তিনি।
স্থানীয় সময় মঙ্গলবার ভোর সাড়ে চারটার দিকে এক টুইট বার্তায় ট্রাম্প বলেন, ‘প্রেসিডেন্ট বাশার আল আসাদ ইদলিবে বেপরোয়া হামলা করবেন না। এই দুর্ঘটনায় অংশ নিয়ে রাশিয়া এবং ইরান গুরুতর মানবিক ভুল করবে। যেখানে হাজারো মানুষ মারা যেতে পারে। এটি ঘটতে দেবেন না।’
সোমবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ও সিরিয়া সরকার বা তার মিত্রদের সতর্ক করেছে। ইদলিবে কোনো ধরনের রাসায়নিক হামলা চালালে ওয়াশিংটন এর জবাব দেবে বলে হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র।
সিরিয়ার বেশিরভাগ অংশের নিয়ন্ত্রণ হারানোর পর এখন ইদলিবই বিদ্রোহীদের একমাত্র ঘাঁটি। এই ঘাঁটি গুঁড়িয়ে দিতে সিরিয়ার সরকারি বাহিনী বড় ধরনের আগ্রাসী অভিযান চালাতে প্রস্তুতি নিচ্ছে। জাতিসংঘের হিসেবে আল-নুসরা ও আল-কায়েদার প্রায় ১০ হাজার জঙ্গি ইদলিব দখল করে রেখেছে।
আকাশ নিউজ ডেস্ক 
























