আকাশ স্পোর্টস ডেস্ক:
লিগ ওয়ানের ম্যাচে শনিবার নিমেসের বিপক্ষে ৪-২ গোলে জয় পেয়েছে পিএসজি। এই ম্যাচে পিএসজির চারটি গোলের মধ্যে একটি গোল করেন কাইলিয়ান এমবাপ্পে। দলের জন্য এই গোলটি খুবই গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু এই ম্যাচে গোল করলেও শেষ দিকে তথা (৯০+৪) মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন কাইলিয়ান এমবাপ্পে। লাল কার্ড দেখেন নিমেসের তেজি সাভানিয়েরও।
মাঝ মাঠ দিয়ে বল নিয়ে ছুটলিনে এমবাপ্পে। এমন সময় তেজি সাভানিয়ের এমবাপ্পেকে ফাউল করেন। এমবাপ্পে পড়ে যান। এ ঘটনায় মাথা ঠাণ্ডা রাখতে পারেননি এমবাপ্পে। তিনি উঠেই সাভানিয়েরকে ধাক্কা দিয়ে ফেলে দেন। প্রথমার্ধে হলুদ কার্ড দেখেন এমবাপ্পে। তাই রেফারি এমবাপ্পেকে সরাসরি লাল কার্ড দেখান। লাল কার্ড দেখান সাভানিয়েরকেও।
লাল কার্ড দেখলেও অনুশোচনা নেই কাইলিয়ান এমবাপ্পের। ১৯ বছর বয়সী এই ফরোয়ার্ড বলেছেন, ‘বিষয়টি নিয়ে আমার কোনো অনুশোচনা নেই। যদি আমার ক্ষেত্রে এমন ঘটনা আবার ঘটে তাহলে আমিও এমন করব। আমি ভক্তদের কাছে ক্ষমা চাইব। কিন্তু আমি এমন আচরণ সহ্য করতে পারি না।’
সাভানিয়েরের ট্যাকল নিয়ে কাইলিয়ান এমবাপ্পে বলেন, ‘যেখানে আমরা বল খেলি সেখানে কোনো সমস্যা নেই। কিন্তু এখানে বল খেলার কোনো ইচ্ছা ছিল না।’
তিনি বলেন, ‘এটা কোনো বিষয় না। আমি কমিশনের কাছে যাব এবং নিজেকে ডিফেন্ড করব।’
আকাশ নিউজ ডেস্ক 

























