অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
ভারতের মুম্বাইয়ে এক ইতালীয় নারী পর্যটককে ট্যাক্সিতে ধর্ষণের অভিযোগ উঠল এক ট্যুর গাইডের বিরুদ্ধে। রবিবার এই তথ্য জানিয়েছেন পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা। ১৪ জুন মুম্বাইয়ের জুহু এলাকায় এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ দায়ের করেছেন ৩৭ বছরের ওই নারী।
পুলিশের দাবি গত শুক্রবার অভিযোগ দায়ের করে ওই নারী জানিয়েছেন, ঘটনার দিন তিনি মুম্বাই ঘুরে দেখার জন্য একটি বাসে উঠেছিলেন। বাসেই অভিযুক্তের সঙ্গে তার আলাপ হয়। সে নিজেকে ট্যুর গাইড হিসেবে দাবি করে। সে জন্য ওই বিদেশি পর্যটক অভিযুক্তকে ভাড়া করেন।
সন্ধ্যা সাতটার দিকে বাসে ভ্রমণ শেষ হলে অভিযুক্ত ব্যক্তি বিদেশিনিকে জানায় মুম্বাইয়ে আরও একটি দর্শনীয় স্থান বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চনের বাংলো।
পুলিশের কথায়, ‘লোকটা ওই নারীকে বলেছিল, তাকে সে কোলাবার হোটেলে নামিয়ে দেবে। অভিযুক্তই একটি ক্যাব ভাড়া করে ওই নারীকে নিয়ে সেটায় চড়ে।
ইতালির ওই নারী জানিয়েছেন, মদ কেনার জন্য লোকটা একটা জায়গায় গাড়িটা দাঁড় করিয়েছিল। জোর করে সে ওই পর্যটককে মদ্যপান করায় এবং তার শরীরে আপত্তিজনকভাবে স্পর্শ করা শুরু করে। এরপর গাড়ির মধ্যেই তাকে ধর্ষণ করা হয়।’
ধর্ষিতা নারী বিষয়টি ইতালির দূতাবাসে জানালে তারা তাকে পুলিশে অভিযোগ জানানোর পরামর্শ দেয়। তার অভিযোগের ভিত্তিতে ধর্ষণের মামলা দায়রা করেছে পুলিশ। গত বছর ডিসেম্বরে ভারতে এসেছেন ওই নারী। তিনি মুম্বাই পৌঁছান ১১ জুন।
আকাশ নিউজ ডেস্ক 
























