ঢাকা ০৮:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ১৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেল শিশু, চলছে উদ্ধার চেষ্টা মুক্তিযোদ্ধা চাচাকে বাবা বানিয়ে বিসিএস ক্যাডার, সিনিয়র সহকারী সচিব কারাগারে সব মাদ্রাসা শিক্ষকদের জন্য অধিদপ্তরের জরুরি নির্দেশনা কূটনীতিকদের পরিবারের নিরাপত্তা উদ্বেগের কথা জানায়নি ভারত: পররাষ্ট্র উপদেষ্টা বিজয়ী হলে ঢাকা-১৩ আসনে কোনো ‘ক্রাইম জোন’ থাকবে না: মামুনুল হক উত্তরায় কাঁচাবাজারে অগ্নিকাণ্ড ‘আওয়ামী লীগের নিরপরাধ সমর্থনকারীদের পাশে থাকবে বিএনপি’: মির্জা ফখরুল ঢাকাসহ তিন জেলায় নামছে ৩৮ প্লাটুন বিজিবি নির্বাচিত হলে নাগরিক সমস্যা সমাধানের প্রতিশ্রুতি ইশরাকের নির্বাচিত হলে এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ করা হবে প্রতিশ্রুতি আসিফ মাহমুদের

জুলাই মাস থেকেই যোগ্য শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হবে: শিক্ষামন্ত্রী

তিনটি পাঠ্যবই বাজারজাতকরণ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

এমপিওভুক্তির দাবিতে বেসরকারি শিক্ষকদের রাজধানীতে আমরণ অনশন অব্যাহত আছে। রোববার এ কর্মসূচির এক সপ্তাহ পূর্ণ হয়। পাশাপাশি এমপিও’র দাবিতে গড়ে ওঠা চলতিদফা আন্দোলনের ২২তম দিন ছিল এটি। এতদিন পর এসে এমপিওভুক্তির ব্যাপারে মুখ খুললেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

একাদশ শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে সরকার নিয়ন্ত্রিত তিনটি পাঠ্যবই বাজারজাতকরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি ঘোষণা দেন, নীতিমালা অনুযায়ী চলতি জুলাই মাস থেকেই যোগ্য শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হবে। সে লক্ষ্যে কার্যক্রম শুরু হয়েছে। তবে কবে নাগাদ এমপিওভুক্ত প্রতিষ্ঠানের তালিকা ঘোষণা করা হবে সে কথা তিনি উল্লেখ করেননি। বরং আন্দোলন-হুমকি দিয়ে এ কার্যক্রম ব্যাহত না করার আহ্বান জানান তিনি।

ওদিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে রোববার আন্দোলনকারী শিক্ষকেরা দুই দফা প্রস্তাব দাখিল করেছেন। প্রধানমন্ত্রীর এপিএস-২ ওয়াহিদা আক্তারের পরামর্শে ওই প্রস্তাবনা দাখিল করা হয় বলে জানান আন্দোলনে নেতৃত্ব দানকারী ননএমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের প্রচার সম্পাদক এসএম ফিরোজ আহমেদ।

তিনি বলেন, এমপিওভুক্তির ব্যাপারে আমাদের কাছে প্রধানমন্ত্রীর পক্ষে প্রস্তাবনা চাওয়া হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে সাধারণ সম্পাদক অধ্যক্ষ ড. বিনয় ভুষণ রায় এবং সিনিয়র যুগ্ম সম্পাদক মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল তা দাখিল করেন।

ওদিকে রোদ-বৃষ্টির মধ্যে ধারাবাহিক আন্দোলনের কারণে শিক্ষক-কর্মচারীদের অসুস্থ হওয়ার সংখ্যা দিন দিন বাড়ছে। রোববার পর্যন্ত ১৪২জন অসুস্থ হয়ে পড়েন। তাদের মধ্যে অর্ধশত শিক্ষক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। এদিন দুপুরের পর ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ গোলাম মাহমুদুন্নবী ডলার গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এছাড়া আরও ৮জন হাসপাতালের মেডিকেল ইউনিটের তিনটি ওয়ার্ডে ভর্তি আছেন।

প্রচার সম্পাদক জানান, স্বীকৃতিপ্রাপ্ত সব শিক্ষা প্রতিষ্ঠান একযোগে এমপিওভুক্তির দাবির স্বপক্ষে দাখিল করা দুই প্রস্তাবের মধ্যে আছে, বরাদ্দকৃত অর্থ অপর্যাপ্ত হলে সকল নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওর আওতায় এনে আংশিক বেতন চালু করা। বাকি অর্থ পরবর্তী অর্থবছরে বেতনের সঙ্গে সমন্বয় করা।

অপরটি হচ্ছে, দীর্ঘ ১৫-২০ বছর এমপিওভুক্ত না হওয়ায় নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো দুর্বল হয়ে পড়েছে। এ সকল শিক্ষাপ্রতিষ্ঠানের সক্ষমতা অর্জনে ৩ বছর সময় দেয়া। এসময়কালে সক্ষমতা অর্জনে ব্যর্থ হলে বিকল্প ব্যবস্থা গ্রহণ।

এ ব্যাপারে প্রচার সম্পাদক দৈনিক আকাশকে বলেন, প্রস্তাব গ্রহণকালে প্রধানমন্ত্রীর এপিএস আমাদের আশ্বস্ত করেছেন যে, বিষয়টি প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার পর খুব শিগগিরই আমাদেরকে পরবর্তী বার্তা জানানো হবে।

ননএমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের ব্যানারে এ আন্দোলন চলছে। গত ১০জুন থেকে তারা ধারাবাহিকভাবে নানা কর্মসূচি পালন শেষে ২৫জুন সকালে জাতীয় প্রেসক্লাবের বিপরীত দিকে সড়কের পাশে আমরণ অনশন শুরু করেন।

গত ৭ জুন সংসদে উত্থাপিত বাজেটে এমপিওখাতে কোনো অর্থ বরাদ্দ না দেখে হতাশ ১০জুন আন্দোলনে নামেন শিক্ষক-কর্মচারীরা। দেশে বর্তমানে প্রায় ৮ হাজার নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান আছে। এর মধ্যে ৫ হাজার ২৪২টি স্কুল, কলেজ ও মাদ্রাসার সরকারি স্বীকৃতি আছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেল শিশু, চলছে উদ্ধার চেষ্টা

জুলাই মাস থেকেই যোগ্য শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হবে: শিক্ষামন্ত্রী

আপডেট সময় ০৫:৩৭:১৭ অপরাহ্ন, রবিবার, ১ জুলাই ২০১৮

অাকাশ জাতীয় ডেস্ক:

এমপিওভুক্তির দাবিতে বেসরকারি শিক্ষকদের রাজধানীতে আমরণ অনশন অব্যাহত আছে। রোববার এ কর্মসূচির এক সপ্তাহ পূর্ণ হয়। পাশাপাশি এমপিও’র দাবিতে গড়ে ওঠা চলতিদফা আন্দোলনের ২২তম দিন ছিল এটি। এতদিন পর এসে এমপিওভুক্তির ব্যাপারে মুখ খুললেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

একাদশ শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে সরকার নিয়ন্ত্রিত তিনটি পাঠ্যবই বাজারজাতকরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি ঘোষণা দেন, নীতিমালা অনুযায়ী চলতি জুলাই মাস থেকেই যোগ্য শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হবে। সে লক্ষ্যে কার্যক্রম শুরু হয়েছে। তবে কবে নাগাদ এমপিওভুক্ত প্রতিষ্ঠানের তালিকা ঘোষণা করা হবে সে কথা তিনি উল্লেখ করেননি। বরং আন্দোলন-হুমকি দিয়ে এ কার্যক্রম ব্যাহত না করার আহ্বান জানান তিনি।

ওদিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে রোববার আন্দোলনকারী শিক্ষকেরা দুই দফা প্রস্তাব দাখিল করেছেন। প্রধানমন্ত্রীর এপিএস-২ ওয়াহিদা আক্তারের পরামর্শে ওই প্রস্তাবনা দাখিল করা হয় বলে জানান আন্দোলনে নেতৃত্ব দানকারী ননএমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের প্রচার সম্পাদক এসএম ফিরোজ আহমেদ।

তিনি বলেন, এমপিওভুক্তির ব্যাপারে আমাদের কাছে প্রধানমন্ত্রীর পক্ষে প্রস্তাবনা চাওয়া হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে সাধারণ সম্পাদক অধ্যক্ষ ড. বিনয় ভুষণ রায় এবং সিনিয়র যুগ্ম সম্পাদক মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল তা দাখিল করেন।

ওদিকে রোদ-বৃষ্টির মধ্যে ধারাবাহিক আন্দোলনের কারণে শিক্ষক-কর্মচারীদের অসুস্থ হওয়ার সংখ্যা দিন দিন বাড়ছে। রোববার পর্যন্ত ১৪২জন অসুস্থ হয়ে পড়েন। তাদের মধ্যে অর্ধশত শিক্ষক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। এদিন দুপুরের পর ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ গোলাম মাহমুদুন্নবী ডলার গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এছাড়া আরও ৮জন হাসপাতালের মেডিকেল ইউনিটের তিনটি ওয়ার্ডে ভর্তি আছেন।

প্রচার সম্পাদক জানান, স্বীকৃতিপ্রাপ্ত সব শিক্ষা প্রতিষ্ঠান একযোগে এমপিওভুক্তির দাবির স্বপক্ষে দাখিল করা দুই প্রস্তাবের মধ্যে আছে, বরাদ্দকৃত অর্থ অপর্যাপ্ত হলে সকল নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওর আওতায় এনে আংশিক বেতন চালু করা। বাকি অর্থ পরবর্তী অর্থবছরে বেতনের সঙ্গে সমন্বয় করা।

অপরটি হচ্ছে, দীর্ঘ ১৫-২০ বছর এমপিওভুক্ত না হওয়ায় নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো দুর্বল হয়ে পড়েছে। এ সকল শিক্ষাপ্রতিষ্ঠানের সক্ষমতা অর্জনে ৩ বছর সময় দেয়া। এসময়কালে সক্ষমতা অর্জনে ব্যর্থ হলে বিকল্প ব্যবস্থা গ্রহণ।

এ ব্যাপারে প্রচার সম্পাদক দৈনিক আকাশকে বলেন, প্রস্তাব গ্রহণকালে প্রধানমন্ত্রীর এপিএস আমাদের আশ্বস্ত করেছেন যে, বিষয়টি প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার পর খুব শিগগিরই আমাদেরকে পরবর্তী বার্তা জানানো হবে।

ননএমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের ব্যানারে এ আন্দোলন চলছে। গত ১০জুন থেকে তারা ধারাবাহিকভাবে নানা কর্মসূচি পালন শেষে ২৫জুন সকালে জাতীয় প্রেসক্লাবের বিপরীত দিকে সড়কের পাশে আমরণ অনশন শুরু করেন।

গত ৭ জুন সংসদে উত্থাপিত বাজেটে এমপিওখাতে কোনো অর্থ বরাদ্দ না দেখে হতাশ ১০জুন আন্দোলনে নামেন শিক্ষক-কর্মচারীরা। দেশে বর্তমানে প্রায় ৮ হাজার নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান আছে। এর মধ্যে ৫ হাজার ২৪২টি স্কুল, কলেজ ও মাদ্রাসার সরকারি স্বীকৃতি আছে।