অাকাশ জাতীয় ডেস্ক:
রাজধানীর খিলগাঁও থানাধীন নাসিরাবাদে বাংলা মদ পানে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ হয়েছে সঙ্গীয় আরও দুজন। শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
নিহতরা হলেন-নাসিরাবাদের ত্রিমোহনী পূর্বপাড়া গ্রামের মৃত আবেদ আলীর ছেলে মো. বাবুল (৬০) ও একই গ্রামের মো. নুরুল ইসলামের ছেলে মো. খলিল মিয়া (৪৮)।
নিহতের পরিবার জানায়, বৃহস্পতিবার রাতে তারা মদ পান শেষে নিজ নিজ বাড়িতে আসেন। পরবর্তীতে শুক্রবার সকাল থেকেই তাদের পেটে ব্যথা ও বমি শুরু হয়। অবস্থা গুরুতর হতে থাকলে তাদের দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।
খিলগাঁও থানার ওসি মো. মশিউর রহমান দৈনিক আকাশকে বলেন, নিজেদের তৈরি বাংলা মদ পানে তাদের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় থানায় দুটি অপমৃত্যু মামলা হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 























