অাকাশ জাতীয় ডেস্ক:
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরীকে মনোনয়ন দিয়েছে বিএনপি। বুধবার বিকালে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানান।
রিজভী বলেন, ২০ দলীয় জোটের পক্ষ থেকে সিলেটে মেয়র পদে মনোনয়ন দেওয়া হয়েছে বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরীকে। বুধবার দুপুরে ঢাকায় বিএনপির গুলশান কার্যালয়ে সিলেট বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত হয় বলে জানা গেছে।
বৈঠকে বিএনপির কেন্দ্রীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন মো. মোশাররফ হোসেন, আমীর খসরু মাহমুদ, আবদুল মঈন খান।
এছাড়া সিলেটের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, বিএনপি নেতা ও সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামিম, সাধারণ সম্পাদক আলী আহমদ, ডা. শাহরিয়ার হোসেন, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেইন, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, রেজাউল হাসান কয়েস লোদী, আজমল বখত সাদেক, ইশতিয়াক সিদ্দিকী।
এবার সিলেটে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন সিলেটের বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট মহানগর সভাপতি নাসিম হোসাইন, সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাইয়ুম জালালী পংকী, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, সহ-সভাপতি ও প্যানেল মেয়র-১ রেজাউল হাসান কয়েস লোদী ও মহানগর যুবলীগ নেতা ছালাহউদ্দিন রিমন।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৩০ জুলাই সিলেট, বরিশাল ও রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট গ্রহণ হবে। মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ২৮ জুন। প্রার্থিতা প্রত্যাহার করা যাবে ৯ জুলাই পর্যন্ত।
এর আগে গত ২৪ জুন এক সংবাদ সম্মেলনে বরিশাল সিটিতে বরিশাল মহানগর বিএনপির সভাপতি মজিবুর রহমান সরোয়ার ও রাজশাহী সিটি করপোরেশনে বর্তমান মেয়র ও রাজশাহী মহানগর বিএনপির সম্পাদক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুলকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে বিএনপি।
আকাশ নিউজ ডেস্ক 



















