আকাশ স্পোর্টস ডেস্ক:
শেষ মুহূর্তের গোলে মিসরকে হারালো উরুগুয়ে। শুক্রবার রাশিয়া বিশ্বকাপের দ্বিতীয় দিন মিসরকে ১-০ গোলে হারিয়েছে তারা। এদিন ম্যাচের প্রথমার্ধে কোনো গোল হয়নি। ম্যাচের দ্বিতীয়ার্ধেও দুই দল ছিল সমানে সমান। কিন্তু ম্যাচের শেষ মুহূর্তে ৯০তম মিনিটে জোসে গিমিনেজের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে উরুগুয়ে। বিশ্বকাপে আজ দুই দলই নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমেছিল। তারা লড়াই করছে গ্রুপ ‘এ’ থেকে।
উরুগুয়ের পরবর্তী ম্যাচ আগামী ২০ জুন। এদিন সৌদি আরবের মুখোমুখি হবে তারা। এরপর ২৫ জুন রাশিয়ার মুখোমুখি হবে গডিন-সুয়ারেজ-কাভানিরা। অন্যদিকে, আগামী ১৯ জুন স্বাগতিক রাশিয়ার মুখোমুখি হবে মিসর। এরপর ২৫ জুন সৌদি আরবের মুখোমুখি হবে পশ্চিম আফ্রিকার এই দলটি।
শক্তিশত্তার দিক থেকে এই ম্যাচে উরুগুয়েই এগিয়ে ছিল। আর মিসরের অন্যতম শক্তির জায়গা ছিল ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ। কিন্তু ইনজুরির কারণে এই ম্যাচে সালাহ মাঠে নামতে পারেননি। তারপরও উরুগুয়ের বিপক্ষে দারুণ লড়াই করেছে মিসর। ম্যাচের প্রথমার্ধে কোনো দলই গোল করতে পারেনি। গোলশূন্য অবস্থায় বিরতিতে যায় তারা।
বিরতি থেকে ফিরে দুই দলই গোল করতে মরিয়া হয়ে ওঠে। কিন্তু ম্যাচের ৯০তম মিনিটে সেই কাঙ্ক্ষিত গোলের দেখা যায় উরুগুয়ে। ডান দিক থেকে সানচেজের ফ্রি-কিক থেকে দারুণভাবে হেড করে মিসরের জালে বল জড়ান জোসে গিমিনেজ। বাকি সময়ে কোনো গোল না হওয়ায় ১-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে উরুগুয়ে। আর হতাশা নিয়ে মাঠ ছাড়ে মিসর। গতকাল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে সৌদি আরবকে ৫-০ গোলে হারায় স্বাগতিক রাশিয়া।
আকাশ নিউজ ডেস্ক 



















