অাকাশ জাতীয় ডেস্ক:
রাজধানীর ধানমণ্ডিতে নির্মাণাধীন একটি বহুতল ভবন থেকে পড়ে গিয়ে তিন নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ধানমণ্ডি থানার ওসি (তদন্ত) পারভেজ জানান, শুক্রবার বিকালে ধানমণ্ডি সেন্ট্রাল হাসপাতালের পাশে ৫ নম্বর রোডে নির্মাণাধীন কানকর্ড টাওয়ারে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মো. সাইদুল (৩৫), মো. মোখলেস রহমান (২০) ও মনিরুল ইসলাম (৪৫)। তিনি বলেন, ওই ভবনের ১৩ তলায় প্লাস্টারের কাজ করার সময় মাচা ছিঁড়ে নিচে পড়ে যান ওই তিনজন।
সহকর্মী আব্দুল রহিম বলেন, মোখলেস ও মনিরুলকে ঢাকা মেডিকেলে ও সাইদুলকে সেন্ট্রাল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তিনি বলেন, আমরা একসঙ্গে কাজ করছিলাম। দুর্ঘটনার কয়েক মিনিট আগে আমি নিচে নেমে আসি। এর কিছুক্ষণ পর মাচা ছিঁড়ে নিচে পড়ে যায়।
রমনা বিভাগ পুলিশের অতিরিক্ত কমিশনার (এডিসি) আব্দুল্লাহিল কাফী দৈনিক আকাশকে বলেন, ঘটনার পর কানকর্ডের কেউ যোগাযোগ করেনি। পুলিশ ওই নির্মাণাধীন ভবনে গিয়ে সংশ্লিষ্ট কাউকে খুঁজে পায়নি।
তিনি বলেন, দুর্বল নিরাপত্তাব্যবস্থার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। নিহতের নিকট আত্মীয়দের খবর দেয়া হয়েছে। তারা থানায় এলে ভবনের মালিকের বিরুদ্ধে মামলা নেয়া হবে। ঘটনা তদন্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
ঢামেক সূত্র জানায়, আহত দুজনের সঙ্গে ভবনের সুপারভাইজার জামাল হোসেন ঢামেকে আসেন। কিন্তু মারা যাওয়ার পর তিনি হাসপাতাল থেকে কাউকে কিছু না বলেই পালিয়ে গেছেন।
পরে মোবাইল ফোনে তিনি দৈনিক আকাশকে বলেন, সবার সেফটি বেল , হেলমেট পড়ে কাজ করছিল। তবে কীভাবে মাচাটি ভেঙে পড়েছে, সেটা খতিয়ে দেখা হচ্ছে।
এ ঘটনা তার দায়িত্ব অবহেলা রয়েছে কিনা এবং শ্রমিকদের যথাযথ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছিল কিনা জানতে চাইলে তিনি বলেন, কিছুটা দায়িত্ব অবহেলা না হলে এ ধরনের দুর্ঘটনা ঘটত না।
তিনি আরও বলেন, আমি মালিকপক্ষের সঙ্গে বসে নিহতের পরিবারের জন্য কিছু করা যায় কিনা সেই চেষ্টা করছি।
আকাশ নিউজ ডেস্ক 

























