আকাশ স্পোর্টস ডেস্ক:
পদত্যাগ করেছেন রিয়াল মাদ্রিদের কোচ জিনেদিন জিদান। পদত্যাগ করার পর ফ্রান্সের সাবেক এই ফুটবলার বলেছেন, ক্লাবে এখন নতুন ভয়েস প্রয়োজন। তবে, সত্যিই তিনি কী কারণে পদত্যাগ করেছেন সে বিষয়টি এখনও স্পষ্ট নয়। জিনেদিন জিদান পদত্যাগ করার পর রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ বলেছেন, এটি তার কাছে অপ্রত্যাশিত ছিল।
ফ্লোরেন্তিনো পেরেজ বলেছেন, ‘আমার কাছে এই সিদ্ধান্তটি সম্পূর্ণভাবে অপ্রত্যাশিত ছিল। আমার ও সমর্থকদের জন্য আজ দুঃখের দিন। কিন্তু জিজু যখন একটি সিদ্ধান্ত নিয়েছেন তখন তার প্রতি আমাদের প্রদ্ধা দেখাতে হবে। তিনি এর প্রাপ্য।’
জিনেদিন জিদান পদত্যাগ করতে না করতেই গুঞ্জন শুরু হয়ে গিয়েছে যে, রিয়াল মাদ্রিদের পরবর্তী কোচ কে হবেন। এক্ষেত্রে প্রথমে নাম আসছে আর্জেন্টিনার সাবেক ফুটবলার মাউরিসিও পোচেত্তিনোর। যদিও গত ২৪ মে তিনি টটেনহ্যাম হটস্পারের সঙ্গে চুক্তি নবায়ন করেছেন। শোনা যাচ্ছে, তিনি চুক্তি নবায়ন করলেও তার রিয়াল মাদ্রিদে যাওয়ার সুযোগ রয়েছে।
২০১৬ সালের জানুয়ারিতে কোচ হিসাবে রিয়াল মাদ্রিদের দায়িত্ব নেন জিনেদিন জিদান। তার অধীনে প্রায় আড়াই বছর সময়ে মোট নয়টি শিরোপা জিতেছে এই স্প্যানিশ ক্লাবটি। তাছাড়া জিনেদিন জিদানের অধীনে মোট ১৪৯টি ম্যাচ খেলে মাত্র ১৬টিতে হেরেছে রিয়াল।
আকাশ নিউজ ডেস্ক 























