ঢাকা ০২:২৬ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গ্যাসের আগুনে একই পরিবারের তিনজন দগ্ধ

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকায় গ্যাস পাইপের লিকেজ থেকে লাগা আগুনে একই পরিবারের তিন জনসহ চারজন দগ্ধ হয়েছেন। সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন রাজমিস্ত্রি বাবু (৩০), তার স্ত্রী ময়না (২৫), ছেলে মাহিন (৩)। বাকি একজনের নামপরিচয় জানা যায়নি। এদের মধ্যে তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। অন্য একজনকে দেয়া হয়েছে প্রাথমিক চিকিৎসা।

দগ্ধ বাবুর মামাতো ভাই আবদুল মান্নান বলেন, রাত সোয়া ১২টার দিকে রান্না ঘরের গ্যাসের পাইপের লিকেজ থেকে ঘরে আগুন ধরে যায়। এতে তিনজন দগ্ধ হয়। এক প্রতিবেশী দগ্ধদের বাঁচাতে এগিয়ে আসলে তিনিও দগ্ধ হন।

পরে তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। আর দগ্ধ প্রতিবেশীকে স্থানীয় এবটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, দগ্ধ বাবু ও তার স্ত্রী ময়নার শরীরের ১৭ শতাংশ এবং ছেলে মাহিনের শরীরের ২২ শতাংশ পুড়ে গেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গ্যাসের আগুনে একই পরিবারের তিনজন দগ্ধ

আপডেট সময় ১০:০০:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ মে ২০১৮

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকায় গ্যাস পাইপের লিকেজ থেকে লাগা আগুনে একই পরিবারের তিন জনসহ চারজন দগ্ধ হয়েছেন। সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন রাজমিস্ত্রি বাবু (৩০), তার স্ত্রী ময়না (২৫), ছেলে মাহিন (৩)। বাকি একজনের নামপরিচয় জানা যায়নি। এদের মধ্যে তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। অন্য একজনকে দেয়া হয়েছে প্রাথমিক চিকিৎসা।

দগ্ধ বাবুর মামাতো ভাই আবদুল মান্নান বলেন, রাত সোয়া ১২টার দিকে রান্না ঘরের গ্যাসের পাইপের লিকেজ থেকে ঘরে আগুন ধরে যায়। এতে তিনজন দগ্ধ হয়। এক প্রতিবেশী দগ্ধদের বাঁচাতে এগিয়ে আসলে তিনিও দগ্ধ হন।

পরে তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। আর দগ্ধ প্রতিবেশীকে স্থানীয় এবটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, দগ্ধ বাবু ও তার স্ত্রী ময়নার শরীরের ১৭ শতাংশ এবং ছেলে মাহিনের শরীরের ২২ শতাংশ পুড়ে গেছে।