ঢাকা ০১:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ১৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইউক্রেনে রাশিয়ার নতুন হামলায় নিহত ৩ শুধু সৎ ও যোগ্য লোক দিয়ে সরকার চলে না: জামায়াত প্রার্থী পরীক্ষা বর্জন করে আন্দোলনে ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীরা দল দেখে না, মানুষ দেখে ভোট দেবেন: মেজর হাফিজ কোনও ধরনের চাঁদাবাজিকে প্রশ্রয় দেওয়া হবে না : ইলিয়াসপত্নী লুনা অবশেষে মুক্তি পেলেন ছাত্রলীগ নেতা সাদ্দাম, স্ত্রী-সন্তানের কবর জিয়ারত ইসলামী নীতি অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করব: চরমোনাই পীর পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মেলাতে প্রযুক্তির দ্রুত অগ্রগতি প্রয়োজন: প্রধান উপদেষ্টা শেরপুরে বিএনপির সঙ্গে সংঘর্ষে জামায়াত নেতা নিহত ধানের শীষ প্রতীক তারেক রহমানের আমানত : রাশেদ খাঁন

ঐক্যবদ্ধ না হলে জাতি আমাদের ক্ষমা করবে না: ফখরুল

অাকাশ জাতীয় ডেস্ক:

গণতন্ত্র রক্ষায় জা‌তীয় ঐক্য গ‌ড়ে তোলার আহ্বান জা‌নি‌য়েছেন বিএন‌পির মহাস‌চিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ব‌লে‌ছেন, আজ‌কে দে‌শের যে অবস্থা তা কোনো ব্যক্তি বা দ‌লের জন্য নয়, এটা গোটা জাতির জন্য হুম‌কি হ‌য়ে দাঁড়ি‌য়ে‌ছে।

নবগ‌ঠিত যুক্তফ্র‌ন্টের অন্যতম শরিক নাগ‌রিক ঐক্য আয়োজিত ইফতার মাহ‌ফিলপূর্ক ‘গ্রহণ‌যোগ্য, অংশগ্রহণমূলক নির্বাচন চাই’ শীর্ষক সং‌ক্ষিপ্ত আ‌লোচনায় এসব কথা ব‌লেন মির্জা ফখরুল।

বিএনপি মহাসচিব বলেন, ‘দে‌শে চলমান যে সংকট তা সমগ্র জা‌তির সংকট। দেশে কেউ এখন নিরাপদ নয়। তাই এই প‌রি‌প্রে‌ক্ষি‌তে আমরা য‌দি ঐক্য না হ‌তে পা‌রি তাহলে‌ জা‌তি ক্ষমা কর‌বে না।’

গণত‌ন্ত্রের নেত্রী খা‌লেদা জিয়া‌কে সরকার ভয় পে‌য়ে কারাব‌ন্দি ক‌রে রে‌খে‌ছে মন্তব্য করে ফখরুল বলেন, ‘খা‌লেদা জিয়ার মু‌ক্তি ছাড়া নির্বাচন নি‌য়ে চিন্তা স‌ঠিক হ‌বে বলে ম‌নে ক‌রি না। বরং আমরা (বিএন‌পি) ম‌নে ক‌রি নির্বাচন হ‌তে হ‌লে লে‌ভেল প্লেয়িং ফিল্ড তৈ‌রি হ‌তে হ‌বে, সংসদ ভে‌ঙে দি‌তে হ‌বে, সেনাবা‌হিনী মোতা‌য়েন কর‌তে হ‌বে। ‌নির্বাচন হ‌বে নির্দলীয় সরকা‌রের অধী‌নে। তাছাড়া নির্বাচন অর্থবহ হ‌বে ব‌লে ম‌নে ক‌রি না।’

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ‌যুক্তফ্র‌ন্ট ও বিকল্পধারা বাংলা‌দে‌শের চেয়ারম্যান ডা. এ কিউ এম বদরু‌দ্দোজা চৌধুরী, বিএন‌পির স্থায়ী ক‌মি‌টির সদস্য মির্জা আব্বাস, গণস্বাস্থ্য ট্রা‌স্টি বো‌র্ডের প্র‌তিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, গণ‌ফোরামের নির্বাহী সভাপ‌তি অ্যাড‌ভো‌কেট সুব্রত চৌধুরী, জাতীয় সমাজতা‌ন্ত্রিক দলের সভাপ‌তি আ স ম আব্দুর রব, নাগ‌রিক ঐ‌ক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কাস পা‌র্টির সাধারণ সম্পাদক কম‌রেড সাইফুল হক, ঢাকা বিশ্ব‌বিদ্যাল‌য়ের শিক্ষক ড. আসিফ নজরুল প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইউক্রেনে রাশিয়ার নতুন হামলায় নিহত ৩

ঐক্যবদ্ধ না হলে জাতি আমাদের ক্ষমা করবে না: ফখরুল

আপডেট সময় ০৮:২৭:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৭ মে ২০১৮

অাকাশ জাতীয় ডেস্ক:

গণতন্ত্র রক্ষায় জা‌তীয় ঐক্য গ‌ড়ে তোলার আহ্বান জা‌নি‌য়েছেন বিএন‌পির মহাস‌চিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ব‌লে‌ছেন, আজ‌কে দে‌শের যে অবস্থা তা কোনো ব্যক্তি বা দ‌লের জন্য নয়, এটা গোটা জাতির জন্য হুম‌কি হ‌য়ে দাঁড়ি‌য়ে‌ছে।

নবগ‌ঠিত যুক্তফ্র‌ন্টের অন্যতম শরিক নাগ‌রিক ঐক্য আয়োজিত ইফতার মাহ‌ফিলপূর্ক ‘গ্রহণ‌যোগ্য, অংশগ্রহণমূলক নির্বাচন চাই’ শীর্ষক সং‌ক্ষিপ্ত আ‌লোচনায় এসব কথা ব‌লেন মির্জা ফখরুল।

বিএনপি মহাসচিব বলেন, ‘দে‌শে চলমান যে সংকট তা সমগ্র জা‌তির সংকট। দেশে কেউ এখন নিরাপদ নয়। তাই এই প‌রি‌প্রে‌ক্ষি‌তে আমরা য‌দি ঐক্য না হ‌তে পা‌রি তাহলে‌ জা‌তি ক্ষমা কর‌বে না।’

গণত‌ন্ত্রের নেত্রী খা‌লেদা জিয়া‌কে সরকার ভয় পে‌য়ে কারাব‌ন্দি ক‌রে রে‌খে‌ছে মন্তব্য করে ফখরুল বলেন, ‘খা‌লেদা জিয়ার মু‌ক্তি ছাড়া নির্বাচন নি‌য়ে চিন্তা স‌ঠিক হ‌বে বলে ম‌নে ক‌রি না। বরং আমরা (বিএন‌পি) ম‌নে ক‌রি নির্বাচন হ‌তে হ‌লে লে‌ভেল প্লেয়িং ফিল্ড তৈ‌রি হ‌তে হ‌বে, সংসদ ভে‌ঙে দি‌তে হ‌বে, সেনাবা‌হিনী মোতা‌য়েন কর‌তে হ‌বে। ‌নির্বাচন হ‌বে নির্দলীয় সরকা‌রের অধী‌নে। তাছাড়া নির্বাচন অর্থবহ হ‌বে ব‌লে ম‌নে ক‌রি না।’

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ‌যুক্তফ্র‌ন্ট ও বিকল্পধারা বাংলা‌দে‌শের চেয়ারম্যান ডা. এ কিউ এম বদরু‌দ্দোজা চৌধুরী, বিএন‌পির স্থায়ী ক‌মি‌টির সদস্য মির্জা আব্বাস, গণস্বাস্থ্য ট্রা‌স্টি বো‌র্ডের প্র‌তিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, গণ‌ফোরামের নির্বাহী সভাপ‌তি অ্যাড‌ভো‌কেট সুব্রত চৌধুরী, জাতীয় সমাজতা‌ন্ত্রিক দলের সভাপ‌তি আ স ম আব্দুর রব, নাগ‌রিক ঐ‌ক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কাস পা‌র্টির সাধারণ সম্পাদক কম‌রেড সাইফুল হক, ঢাকা বিশ্ব‌বিদ্যাল‌য়ের শিক্ষক ড. আসিফ নজরুল প্রমুখ।