আকাশ স্পোর্টস ডেস্ক:
ছোট দেশের বড় তারকা রশিদ খান। প্রতিদিনই একের পর এক রেকর্ড গড়ে যাচ্ছেন এই আফগান লেগ স্পিনার। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সানরাইজার্স হায়দরাবাদের হয়ে অসাধারণ খেলেছেন এই আফগানি।
তার বোলিং নৈপুণ্যে একাধিক ম্যাচে জয় পেয়েছে কেন উইলিয়াম সনের নেতৃত্বাধীন দলটি। রশিদ খানের পারফরম্যান্সের ওপর ভিত্তি করেই ফাইনালে উন্নীত হায়দরাবাদ।
শুক্রবার আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে ১৪ রানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে হায়দরাবাদ।
কলকাতার ইডেন গার্ডেনে অনুষ্ঠিত খেলায় বলতে গেলে একাই দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন রশিদ খান। কলকাতার বিপক্ষে ব্যাট হাতে ১০ বলে চারটি ছয় এবং দুটি বাউন্ডারির সাহায্যে ৩৪ রান করেন রশিদ খান।
ব্যাট হাতে ঝড় তুলে দেয়া রশিদ খান, বল হাতেও দুর্বার। ৪ ওভারে ১৯ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন এ আফগান।
শুধু ব্যাটে বলেই নয়, ফিল্ডিংয়ে রেখেছেন যোগ্যতার স্বাক্ষর। নিয়েছেন ২টি ক্যাচ। এমনকি কলকাতার ব্যাটসম্যান নিথিস রানাকে রান আউটের ক্ষেত্রেও অবদান রাখেন রশিদ খান। চলতি আইপিএলে রশিদ খানের পারফরম্যান্সে মুগ্ধ টিম ম্যানেজমেন্ট, সমর্থকরা।
ম্যাচসেরার পুরস্কারজয়ী এ লেগ স্পিনারের প্রশংসা করে শচীন টেন্ডুলকার বলেন, সব সময় ভাবতাম রশিদ অনেক ভালো একজন স্পিনার। কিন্তু এখন আমি মোটেও দ্বিধান্বিত নই যে, রশিদই বিশ্বের সেরা স্পিনার এই ফরম্যাটে (টি-টোয়েন্টি)। মনে রাখবেন, সে কিন্তু সব সময় কিছু ব্যাটিং দক্ষতাও দেখাচ্ছে। অসাধারণ একজন।
আকাশ নিউজ ডেস্ক 

























