ঢাকা ০৭:২২ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে দেশবাসীর প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার ৬ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে কাঁপল পাকিস্তান, একজনের মৃত্যু ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে হবে: জোনায়েদ সাকি অনিয়মের প্রমাণ থাকলে যেকোনো বিচার মেনে নিতে প্রস্তুত: আসিফ এক্সপ্রেসওয়েতে চলন্ত অ্যাম্বুলেন্সে আগুন, প্রাণে রক্ষা পেলেন রোগীসহ চারজন ক্ষমতা হস্তান্তর ও গণভোট নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর প্রচেষ্টা অভিযোগ প্রেস সচিবের ‘ক্ষমতায় গেলে গণঅভ্যুত্থানে হতাহতদের পরিবারকে পুনর্বাসন করবে বিএনপি’:রিজভী রাজনৈতিক দলের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে : ইসি আনোয়ারুল বিসমিল্লাহ সারা জীবন থাকবে, সব সময়ই থাকবে: স্বাস্থ্য উপদেষ্টা ইসি যোগ্যতার সঙ্গেই নির্বাচন পরিচালনা করতে সক্ষম হবে: মির্জা ফখরুল

সৌদি জোটে গেলেও যুদ্ধে জড়াবে না বাংলাদেশ: প্রধানমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

সৌদি নেতৃত্বাধীন ইসলামিক সামরিক জোটে (আইএমএএফটি) অংশ নিলেও বাংলাদেশ কোনো যুদ্ধে জড়াবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, জাতিসংঘের অধীনে হলেই কেবল সেনা পাঠাবে বাংলাদেশ।

সৌদি আরব, যুক্তরাজ্য এবং অস্ট্রেলিয়া সফর শেষে বুধবার গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ কথা জানান শেখ হাসিনা।

সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের আমন্ত্রণে গত ১৫ এপ্রিল প্রধানমন্ত্রী ‘গাল্ফ শিল্ড-১ নামের ২৩ দেশের যৌথ সামরিক মহড়ার কুচকাওয়াজ ও সমাপনী অনুষ্ঠানে যোগ দেন। সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে গত ১৮ মার্চ শুরু হওয়া গাল্ফ শিল্ড-ওয়ানে বাংলাদেশও অংশ নেয়।

এ সফরের প্রসঙ্গ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘কোথায় কী হচ্ছে তা বলতে চাই না। আমাকে দাওয়াত দিয়েছে, চিঠি দিয়েছে। আমাদের সেনাবাহিনীর সঙ্গে আলাপ-আলোচনা করেছি। তাদেরকে (সৌদি সামরিক জোট) বলেছি, আমরা কোনো যুদ্ধে জড়াতে চাই না।’

প্রধানমন্ত্রী জানান, তাদের কিছু সমস্যা আছে, যেমন মাইন অপসারণ, সেই সঙ্গে কনস্ট্রাকশনের কাজ করা। বাংলাদেশে সেনাবাহিনীতে একটা কনস্ট্রাকশন ব্যাটালিয়ান আছে।

‘সৌদি নেতৃত্বাধীন জোটে গিয়ে মাইন পরিষ্কার বা অন্য কাজগুলো করবে বাংলাদেশের সেনারা। কিন্তু তারা যুদ্ধ করবে না। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে আমরা যাই, সে রকম হলে বাংলাদেশ যাবে। তা ছাড়া বাংলাদেশ কখনও যুদ্ধে জড়াবে না। এটা পরিস্কার কথা’- বলেন হাসিনা।

ক্ষমতায় থাকার, অর্থ-সম্পদ বানানোর এমনকি দেশের কল্যাণে নিজের জীবনের মায়া নেই জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, বাংলাদেশের মানুষের স্বার্থে এবং শান্তিরক্ষায়, কেবল বাংলাদেশ নয়, বিশ্বের যে কোনো দেশের শান্তি রক্ষায় যে কোনো কথা বলার মতো সাহস আমি রাখি। আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মেয়ে। এই কথাটা ভুলবেন না।’

২০১৫ সালের ডিসেম্বরে প্রধানত সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ৩৪টি মুসলিম প্রধান দেশ নিয়ে একটি নতুন সামরিক জোট গঠন করে সৌদি আরব।

বাংলাদেশ এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য হলেও মাঠ পর্যায়ের যুদ্ধে কোনো বাংলাদেশি সেনা পাঠানো হবে না বলে অনেক আগেই ঘোষণা দিয়েছেল বাংলাদেশ সরকার। তবে একইসঙ্গে পবিত্র মক্কা ও মদিনার ওপর কোনো হুমকি এলে সর্বদাই তার হেফাজতে সেনা প্রেরণে বাংলাদেশ প্রস্তুত বলেও জানানো হয়েছিল।

জোটের সদস্য দেশগুলোর মধ্যে আরব, দক্ষিণ এশিয়া আর আফ্রিকার দেশগুলো রয়েছে। তবে ইরানকে এই জোটের অর্ন্তভুক্ত করা হয়নি। জোটে নেই আফগানিস্তান, ইরাক এবং সিরিয়াও।

জাতিসংঘের অধীনেই শুধু শান্তিরক্ষায় সৈন্য পাঠানোর একটা নীতিগত অবস্থানে রয়েছে বাংলাদেশ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে দেশবাসীর প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার

সৌদি জোটে গেলেও যুদ্ধে জড়াবে না বাংলাদেশ: প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৮:২৯:০৫ অপরাহ্ন, বুধবার, ২ মে ২০১৮

অাকাশ জাতীয় ডেস্ক:

সৌদি নেতৃত্বাধীন ইসলামিক সামরিক জোটে (আইএমএএফটি) অংশ নিলেও বাংলাদেশ কোনো যুদ্ধে জড়াবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, জাতিসংঘের অধীনে হলেই কেবল সেনা পাঠাবে বাংলাদেশ।

সৌদি আরব, যুক্তরাজ্য এবং অস্ট্রেলিয়া সফর শেষে বুধবার গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ কথা জানান শেখ হাসিনা।

সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের আমন্ত্রণে গত ১৫ এপ্রিল প্রধানমন্ত্রী ‘গাল্ফ শিল্ড-১ নামের ২৩ দেশের যৌথ সামরিক মহড়ার কুচকাওয়াজ ও সমাপনী অনুষ্ঠানে যোগ দেন। সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে গত ১৮ মার্চ শুরু হওয়া গাল্ফ শিল্ড-ওয়ানে বাংলাদেশও অংশ নেয়।

এ সফরের প্রসঙ্গ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘কোথায় কী হচ্ছে তা বলতে চাই না। আমাকে দাওয়াত দিয়েছে, চিঠি দিয়েছে। আমাদের সেনাবাহিনীর সঙ্গে আলাপ-আলোচনা করেছি। তাদেরকে (সৌদি সামরিক জোট) বলেছি, আমরা কোনো যুদ্ধে জড়াতে চাই না।’

প্রধানমন্ত্রী জানান, তাদের কিছু সমস্যা আছে, যেমন মাইন অপসারণ, সেই সঙ্গে কনস্ট্রাকশনের কাজ করা। বাংলাদেশে সেনাবাহিনীতে একটা কনস্ট্রাকশন ব্যাটালিয়ান আছে।

‘সৌদি নেতৃত্বাধীন জোটে গিয়ে মাইন পরিষ্কার বা অন্য কাজগুলো করবে বাংলাদেশের সেনারা। কিন্তু তারা যুদ্ধ করবে না। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে আমরা যাই, সে রকম হলে বাংলাদেশ যাবে। তা ছাড়া বাংলাদেশ কখনও যুদ্ধে জড়াবে না। এটা পরিস্কার কথা’- বলেন হাসিনা।

ক্ষমতায় থাকার, অর্থ-সম্পদ বানানোর এমনকি দেশের কল্যাণে নিজের জীবনের মায়া নেই জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, বাংলাদেশের মানুষের স্বার্থে এবং শান্তিরক্ষায়, কেবল বাংলাদেশ নয়, বিশ্বের যে কোনো দেশের শান্তি রক্ষায় যে কোনো কথা বলার মতো সাহস আমি রাখি। আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মেয়ে। এই কথাটা ভুলবেন না।’

২০১৫ সালের ডিসেম্বরে প্রধানত সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ৩৪টি মুসলিম প্রধান দেশ নিয়ে একটি নতুন সামরিক জোট গঠন করে সৌদি আরব।

বাংলাদেশ এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য হলেও মাঠ পর্যায়ের যুদ্ধে কোনো বাংলাদেশি সেনা পাঠানো হবে না বলে অনেক আগেই ঘোষণা দিয়েছেল বাংলাদেশ সরকার। তবে একইসঙ্গে পবিত্র মক্কা ও মদিনার ওপর কোনো হুমকি এলে সর্বদাই তার হেফাজতে সেনা প্রেরণে বাংলাদেশ প্রস্তুত বলেও জানানো হয়েছিল।

জোটের সদস্য দেশগুলোর মধ্যে আরব, দক্ষিণ এশিয়া আর আফ্রিকার দেশগুলো রয়েছে। তবে ইরানকে এই জোটের অর্ন্তভুক্ত করা হয়নি। জোটে নেই আফগানিস্তান, ইরাক এবং সিরিয়াও।

জাতিসংঘের অধীনেই শুধু শান্তিরক্ষায় সৈন্য পাঠানোর একটা নীতিগত অবস্থানে রয়েছে বাংলাদেশ।