অাকাশ জাতীয় ডেস্ক:
তারেক রহমানের জন্ম নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ‘চোরামি’ করেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী।
মঙ্গলবার তিনি নিজ ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে লিখেন, ‘মির্জা ফখরুল মিথ্যা কথা বলেছেন যে, জন্মসূত্রে তারেক বাংলাদেশি। চোরা তারেকের জন্ম করাচি। জন্ম নিয়েও চোরামি।’
তারেক রহমানের পাসপোর্ট বিতর্কের মধ্যে মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব বলেন, ‘জন্মসূত্রে তারেক রহমান বাংলাদেশের নাগরিক। আমাদের সংবিধানেও পরিষ্কার করে লেখা আছে যে, জন্মসূত্রে যারা বাংলাদেশের নাগরিক তাদের নাগরিকত্ব কোনোভাবে অন্য কোনো জটিল অবস্থা না হলে সেটা যায় না। পাসপোর্ট ও নাগরিকত্ব এক বিষয় না।’
স্ট্যাটাসের বিষয়ে মুঠোফোনে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘মিথ্যা তথ্যের ওপর ভর করেই বিএনপির জন্ম। তাদের এক নেতা আগের দিন চ্যালেঞ্জ দিলেন- পাসপোর্ট দেখাতে। পরদিন আরেক নেতা এসে বললেন, পাসপোর্ট না থাকলে সমস্যা নাই। জন্মসূত্রে তারেক বাংলাদেশি। অথচ তারেকের জন্ম করাচিতে। তারেক কোনোভাবেই জন্মসূত্রে বাংলাদেশি না।’
খালিদ বলেন, ‘নিজের নেতার জন্ম কোথায়, কবে জন্ম নিয়েছেন- মির্জা ফখরুল তা জানেন না। অথবা জেনেশুনে মিথ্যাচার করছেন। যদি নিজের নেতার জন্ম সম্পর্কে তিনি না জানেন তাহলে ইতিহাস জেনে মির্জা ফখরুলের উচিত- তারেক জন্মসূত্রে বাংলাদেশি- এমন বক্তব্য প্রত্যাহার করা। আর মিথ্যাচার করে থাকলে- জাতির সঙ্গে প্রতারণা করার দায়ে তার প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত। নাহলে তিনি বাংলাদেশে রাজনীতি করার নৈতিক অধিকার রাখেন না।’
আকাশ নিউজ ডেস্ক 



















