ঢাকা ০৫:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ১৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শীর্ষ জেনারেলকে বরখাস্ত করলেন শি জিনপিং ইলিয়াস মোল্লাহর জমি–গাড়ি–মার্কেট–ফ্ল্যাট জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ ময়মনসিংহে জনসভায় যোগ দিয়েছেন তারেক রহমান সীমান্তের ওপার থেকে আসা গুলিতে টেকনাফে দুই কিশোর আহত আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দেওয়া ‘চরম অপমান’: শফিকুর রহমান বাংলাদেশি‌দের জন্য ওয়ার্ক ভিসা চালুর আশ্বাস ওমানের শ্রমমন্ত্রীর ‘আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ জনশক্তি গড়ে তুলতে বাংলাদেশ বদ্ধপরিকর’ ডাকসু নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করা সেই জামায়াত নেতাকে অব্যাহতি পোস্টাল ব্যালটে ভোট দেবেন রাষ্ট্রপতি জনগণের ভাগ্য উন্নয়নে ধানের শীষে ভোট দেয়ার আহ্বান সালাহউদ্দিন আহমদের

টি-টোয়েন্টি বিশ্বকাপে নতুন মোড়, ডাক পেতে পারে বাংলাদেশ

আকাশ স্পোর্টস ডেস্ক :

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার আগেই চলছে নানা নাটক। বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার পর এবার আবার তাদের ফেরানোর কথা ভাবছে আইসিসি।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান যদি বিশ্বকাপ বর্জন করে, তাহলে তাদের জায়গায় বাংলাদেশকে সুযোগ দেওয়া হতে পারে। আইসিসির এক কর্মকর্তা বলেন, পাকিস্তান না খেললে বাংলাদেশকে ‘এ’ গ্রুপে রাখা হতে পারে এবং সব ম্যাচ শ্রীলঙ্কায় আয়োজন করা হবে। এতে আয়োজনে ঝামেলা কম হবে, আর এটিই মূলত বিসিবি চাইছিল।

এর আগে, ২৪ জানুয়ারি আইসিসি বাংলাদেশের বদলে স্কটল্যান্ডকে নিয়ে নতুন সূচি প্রকাশ করে। একই দিনে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি দাবি করেন, বাংলাদেশের সঙ্গে আইসিসি অবিচার করেছে। কারণ, বাংলাদেশ চেয়েছিল তাদের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় খেলতে, কিন্তু আইসিসি সেই প্রস্তাবে রাজি হয়নি। এই সিদ্ধান্ত না মানায় শেষ পর্যন্ত বিশ্বকাপ থেকে ছিটকে যায় বাংলাদেশ।

বাংলাদেশ বাদ পড়ার দিনই মহসিন নাকভি বলেন, সরকার নির্দেশ দিলে পাকিস্তান বিশ্বকাপে না-ও খেলতে পারে। এরপর গতকাল দিনভর চলে নানা নাটক। পাকিস্তানের গণমাধ্যম জানায়, তারা হয়তো শুধু ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করতে পারে। পরে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠকের ছবি পোস্ট করে নাকভি জানান, বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে এবং সব বিকল্প খোলা রাখা হচ্ছে। আগামী শুক্রবার বা সোমবার চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

আইসিসির নিয়ম অনুযায়ী, কোনো দল বিশ্বকাপ থেকে সরে দাঁড়ালে তাদের র‍্যাঙ্কিংয়ের কাছাকাছি থাকা দলকে সুযোগ দেওয়া হয়। বর্তমানে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে পাকিস্তান আছে ৭ নম্বরে আর বাংলাদেশ ৯ নম্বরে। এই কারণে পাকিস্তান সরে গেলে বাংলাদেশের সুযোগ পাওয়ার সম্ভাবনাই বেশি। আগেই বাংলাদেশ নাম প্রত্যাহার করায় ১৪ নম্বরে থাকা স্কটল্যান্ড সুযোগ পেয়েছিল।

সব মিলিয়ে, শেষ মুহূর্তে যদি পাকিস্তান বিশ্বকাপ থেকে সরে দাঁড়ায়, তাহলে আবার বিশ্বকাপে ফিরতে পারে বাংলাদেশ। সেক্ষেত্রে ম্যাচগুলো শ্রীলঙ্কায় হওয়ার কথা। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত আইসিসি কী সিদ্ধান্ত নেয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শীর্ষ জেনারেলকে বরখাস্ত করলেন শি জিনপিং

টি-টোয়েন্টি বিশ্বকাপে নতুন মোড়, ডাক পেতে পারে বাংলাদেশ

আপডেট সময় ০১:২৫:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬

আকাশ স্পোর্টস ডেস্ক :

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার আগেই চলছে নানা নাটক। বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার পর এবার আবার তাদের ফেরানোর কথা ভাবছে আইসিসি।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান যদি বিশ্বকাপ বর্জন করে, তাহলে তাদের জায়গায় বাংলাদেশকে সুযোগ দেওয়া হতে পারে। আইসিসির এক কর্মকর্তা বলেন, পাকিস্তান না খেললে বাংলাদেশকে ‘এ’ গ্রুপে রাখা হতে পারে এবং সব ম্যাচ শ্রীলঙ্কায় আয়োজন করা হবে। এতে আয়োজনে ঝামেলা কম হবে, আর এটিই মূলত বিসিবি চাইছিল।

এর আগে, ২৪ জানুয়ারি আইসিসি বাংলাদেশের বদলে স্কটল্যান্ডকে নিয়ে নতুন সূচি প্রকাশ করে। একই দিনে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি দাবি করেন, বাংলাদেশের সঙ্গে আইসিসি অবিচার করেছে। কারণ, বাংলাদেশ চেয়েছিল তাদের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় খেলতে, কিন্তু আইসিসি সেই প্রস্তাবে রাজি হয়নি। এই সিদ্ধান্ত না মানায় শেষ পর্যন্ত বিশ্বকাপ থেকে ছিটকে যায় বাংলাদেশ।

বাংলাদেশ বাদ পড়ার দিনই মহসিন নাকভি বলেন, সরকার নির্দেশ দিলে পাকিস্তান বিশ্বকাপে না-ও খেলতে পারে। এরপর গতকাল দিনভর চলে নানা নাটক। পাকিস্তানের গণমাধ্যম জানায়, তারা হয়তো শুধু ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করতে পারে। পরে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠকের ছবি পোস্ট করে নাকভি জানান, বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে এবং সব বিকল্প খোলা রাখা হচ্ছে। আগামী শুক্রবার বা সোমবার চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

আইসিসির নিয়ম অনুযায়ী, কোনো দল বিশ্বকাপ থেকে সরে দাঁড়ালে তাদের র‍্যাঙ্কিংয়ের কাছাকাছি থাকা দলকে সুযোগ দেওয়া হয়। বর্তমানে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে পাকিস্তান আছে ৭ নম্বরে আর বাংলাদেশ ৯ নম্বরে। এই কারণে পাকিস্তান সরে গেলে বাংলাদেশের সুযোগ পাওয়ার সম্ভাবনাই বেশি। আগেই বাংলাদেশ নাম প্রত্যাহার করায় ১৪ নম্বরে থাকা স্কটল্যান্ড সুযোগ পেয়েছিল।

সব মিলিয়ে, শেষ মুহূর্তে যদি পাকিস্তান বিশ্বকাপ থেকে সরে দাঁড়ায়, তাহলে আবার বিশ্বকাপে ফিরতে পারে বাংলাদেশ। সেক্ষেত্রে ম্যাচগুলো শ্রীলঙ্কায় হওয়ার কথা। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত আইসিসি কী সিদ্ধান্ত নেয়।