অাকাশ জাতীয় ডেস্ক:
বেনাপোল বন্দর থানার একটি কবরস্থান থেকে একটি ভারতীয় এয়ারগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।
শনিবার রাত ৯টার দিকে বড় আঁচড়া গ্রামের প্রাইমারি স্কুলের পাশের কবরস্থান থেকে এ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
বেনাপোল আইসিপি ক্যাম্পের কমান্ডার সুবেদার আব্দুল ওয়াহাব জানান, গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে একটি ভারতীয় এয়ারগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া অস্ত্র ও গুলি বেনাপোল পোর্ট থানায় জমা দেয়া হয়েছে বলে জানান তিনি।
আকাশ নিউজ ডেস্ক 
























