অাকাশ জাতীয় ডেস্ক:
কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে এক্সরে করতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) রেডিওলজি ও ইমেজিং বিভাগে নেয়া হয়েছে।
শনিবার দুপুরে তাকে হাসপাতালের কেবিন ব্লকের ৫১২ নম্বর কেবিন থেকে রেডিওলজি ও ইমেজিং বিভাগের ১/এ নম্বর এক্সরে কক্ষে নেয়া হয়।
এর আগে তাকে বেলা ১১টা ২০ মিনিটের দিকে বিএনপি নেত্রীকে নাজিমউদ্দিন সড়কের পুরাতন কেন্দ্রীয় কারাগার থেকে বিএসএমএমইউতে আনা হয়।
হাসপাতালে খালেদা জিয়ার রক্ত পরীক্ষা ও এক্সরে করা হবে। এরপর এসব প্রতিবেদন দেখে পরবর্তী সিদ্ধান্ত নেবেন তার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড।
আকাশ নিউজ ডেস্ক 




















