আকাশ স্পোর্টস ডেস্ক:
সামনের মৌসুমে থমাস টুকেল পিএসজির কোচ হচ্ছেন বলে দাবি করছে ইএসপিএন ফুটবল। ‘ঘনিষ্ঠ সূত্রে’র বরাত দিয়ে সংবাদ মাধ্যমটি জানিয়েছে, পিএসজির মালিক শেখ তামিম বিন হামাদ আল থানি নিজেই বর্তমান কোচ এমেরির পরিবর্ততে টুকেলকে পছন্দ করেছেন।
চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের কাছে হারার পর পিএসজিতে এমেরির ভবিষ্যৎ শঙ্কায় পড়ে যায়। ঘরোয়া টুর্নামেন্টে দলটি অপ্রতিরোধ্য হলেও আন্তর্জাতিক ক্লাব ফুটবলে সাফল্য নেই।
চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো পার হতে পারলে এমেরির সঙ্গে আরও এক বছর চুক্তি বাড়াত পিএসজি। দলটি এক মৌসুম আগেও টুর্নামেন্টের এ পর্যায়ে বার্সার বিপক্ষে হেরে বিদায় নেয়।
বরুশিয়া ডর্টমুন্ডের সাবেক কোচ টুকেল পিএসজির সঙ্গে শুরুতে দু’বছরের চুক্তি করবেন। আপাতত এমন আলোচনা চলছে। তবে কিছুই চূড়ান্ত হয়নি। মৌসুম শেষে ঘোষণা আসবে বলে দাবি ইএসপিএনের। ওয়েবসাইট।
আকাশ নিউজ ডেস্ক 

























