অাকাশ জাতীয় ডেস্ক:
খুলনার বটিয়াঘাটার ঝালবাড়ি এলাকায় আপন বড় ভাইকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছেন তার ছোট ভাই ও তার ছেলেরা। শনিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হোসেন জানান, বটিয়াঘাটার ঝালবাড়ি এলাকায় বাজারে জমি নিয়ে গোলাম রহমানের দুই ছেলে ছালাম শেখ ও রেজাউল শেখের মধ্যে বিরোধ চলে আসছিল। শনিবার সকাল ১১ টার দিকে বাজারে একটি দোকান দখল নিয়ে তাদের মধ্যে ঝগড়া বাধে। একপর্যায়ে ছালাম শেখ ও তার ছেলেরা রেজাউল শেখকে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
আকাশ নিউজ ডেস্ক 
























